যোগাসনে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নস সিঙ্গুরের নেহা
আজকাল | ০৩ জুলাই ২০২৪
মিল্টন সেন: ব্যাংককে অনুষ্ঠিত চ্যাম্পিয়নন্স টুর্নামেন্টে অংশগ্রহণ করে ৩টি সোনা এবং ২টি রূপো অর্জন করল সিঙ্গুরের বেড়াবেড়ি গ্রামের নেহা বাগ। শুধু চ্যা ম্পিয়ন অফ চ্যাম্পিয়নস ট্রফি নয় সঙ্গে আরও চার বিভাগে সোনা অর্জন করেছে নেহা। দুবাইয়ে অনুষ্ঠিত তৃতীয় এশিয়ান যোগাসন স্পোর্টস কাপ-২০১৪ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নেহা। অংশগ্রহণ করেছিল ইরাক, ইরান, ভিয়েতনাম, হংকং, মালয়েশিয়া সহ মোট ১০টি দেশ। ভারতের বিভিন্ন রাজ্য থেকে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল মোট ২৩ জন প্রতিযোগী।
এর আগেও গত ২০২২ সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত দ্বিতীয় এশিয়ান যোগাসন চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে দুটি বিভাগে সোনা ও দুটি বিভাগে রুপা অর্জন করেছিল নেহা। তার পর ২০২৩ সালে ভারতের হরিয়ানা রাজ্যের অনুষ্ঠিত আন্তর্জাতিক স্তরে আয়োজিত প্রতিযোগিতায় চারটি সোনা অর্জন করার পাশাপাশি ফাস্ট রানার আপ হয়েছিল নেহা। নেহার লক্ষ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ানশিপে সোনার পদক অর্জন করা। মঙ্গলবার সকালে দুবাই থেকে চ্যা ম্পিয়ন অফ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে সিঙ্গুরের বেড়াবেড়ি গ্রামে আসে নেহা। এদিন নেহার প্রত্যাবর্তন ঘিরে আনন্দে মাতোয়ারা গোটা গ্রাম। গলায় মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়। সিঙ্গুরের কামারকুন্ডু রেল স্টেশন থেকে জাতীয় পতাকা নিয়ে ব্যান্ড বাজিয়ে শোভাযাত্রা সহকারে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয় নেহাকে।