মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হাইকোর্টে মানহানির মামলা দায়ের করলেন রাজ্যপাল...
আজকাল | ০৩ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার শিলিগুড়িতে দাঁড়িয়ে মামলা দায়ের করার কথা জানান তিনি। বুধবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে শুনানির সম্ভাবনা। জানা গিয়েছে, রাজ্যের শাসকদল এবং মুখ্যমন্ত্রীর ভূমিকায় অসন্তুষ্ট রাজ্যপাল।
তার মধ্যে উপনির্বাচনের জয়ী দুই বিধায়কের শপথ নিয়ে জট এখনও পর্যন্ত কাটেনি। সায়ন্তিকা এবং রায়াত হোসেনকে রাজভবনে গিয়ে শপথ নিতে বলা হয়েছিল। কিন্তু দুই বিধায়ক এখনও বিধানসভার বাইরে ধর্নায়। তাঁদের দাবি, তাঁরা রাজভবনেই শপথ নেবেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করতে চান এই বিষয়ে রাজ্যপাল অনেক আগেই ইঙ্গিত দিয়েছিলেন। এদিন সেই মামলাই দায়ের করলেন তিনি।