টানা বৃষ্টিতে কমল তাপমাত্রা, বুধে দক্ষিণবঙ্গের তিন জেলায় দুর্যোগের পূর্বাভাস ...
আজকাল | ০৩ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: দিনভর মেঘলা আকাশ, একটানা বৃষ্টি। নিম্নমুখী তাপমাত্রার পারদ। যদিও আর্দ্রতাজনিত সামান্য অস্বস্তি রয়েছে কয়েকটি জেলায়। চলতি সপ্তাহে বাংলা জুড়েই স্বস্তির বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে কয়েকটি জেলায় আরও বাড়বে বৃষ্টির পরিমাণ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপের কারণে বুধবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে। আগামিকাল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সমুদ্রে সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সতর্কতা জারি করা হয়নি।