• পরিবারের একজনকে চাকরি ও ২ লক্ষ টাকা দেবে রাজ্য ...
    আজকাল | ০৩ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: গণপিটুনির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে চাকরি ও আর্থিক সহায়তা করা হবে। মঙ্গলবার রাজ্য সরকারের তরফে একথা ঘোষণা করা হয়। এদিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় একথা জানান। তিনি বলেন, 'নিহতদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি ও ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।' এদিন মুখ্য উপদেষ্টার সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) মনোজ ভার্মা। তিনি জানিয়েছেন, পুলিশকে আরও সতর্ক থাকতে বলা হয়েছে। ঘটনাগুলির তদন্ত চলছে।

    রাজ্যে গণপিটুনির ঘটনায় ইতিমধ্যেই পাঁচদিনে ৫ জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি। কোথাও অভিযোগ উঠেছে সময়মতো পুলিশ পৌঁছতে না পারার আবার কোথাও পুলিশকে বাধা দেওয়া। যেমন বৌবাজারের যে ছাত্রাবাসে মোবাইল চোর সন্দেহে এক টেলিভিশন মেকানিককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে সেই ছাত্রাবাসে পুলিশ প্রবেশে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। একটার পর একটা এই গণপিটুনির রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ ও প্রশাসনের তরফে বারবার আইন নিজের হাতে তুলে না নিতে অনুরোধ জানানো হচ্ছে।
  • Link to this news (আজকাল)