আচমকা হড়পা বান, স্কুলে যাওয়ার পথে মাঝ নদীতে আটকে গেল পড়ুয়ারা ...
আজকাল | ০৩ জুলাই ২০২৪
অতীশ সেন, ডুয়ার্স: স্কুলে যাওয়ার পথে হড়পা বানে মাঝ নদীতে আটকে গেল গাড়ি। গাড়িতে ছিল একাধিক পড়ুয়া। প্রাণ বাঁচাতে আতঙ্কিত পড়ুয়ারা চিৎকার শুরু করে। গাড়িতে থাকা অন্য যাত্রীরা পিঠে-কাঁধে করে ছাত্র-ছাত্রীদের মাঝ নদী থেকে উদ্ধার করলেন। রুদ্ধশ্বাস এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে কালিম্পং জেলার গরুবাথান সাব ডিভিশনের পোখরেবং গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে ফারসীটারি বনবস্তির কিছু স্কুল পড়ুয়া প্রতিদিনের মতো এদিনও ছোট গাড়িতে চেপে যুদ্ধবীর উচ্চবিদ্যালয়ে যাচ্ছিল। পথে তাদের পেরতে হয় ফাঁগু নদী। এই নদীর উপর সেতু না থাকায় বর্ষার মরসুমে নদী পেরতে বরাবরই তাদের সমস্যায় পড়তে হয়। পাহাড়ি নদীতে জল বেড়ে গেলে ঘণ্টার পর ঘণ্টা তাদের সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করা ছাড়া উপায় থাকে না। এদিন গাড়ি করে নদী পেরোনোর সময় নদীতে হঠাৎই জল বেড়ে যায়। জলের প্রবল স্রোতে মাঝ নদীতেই আটকে যায় তাদের গাড়ি। গাড়িতে থাকা বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দারা তাদের ত্রাতা হয়ে ওঠে। তাদের পিঠে-কাঁধে চেপে ছাত্রছাত্রীরা নদীর পাড়ে ফিরে আসে। এদিন এই গ্রামের কোনও পড়ুয়াই স্কুলে যেতে পারেনি বলে জানা গিয়েছে।