চুঁচুড়া স্টেশনে থামল না হাওড়া-বর্ধমান সুপার, হুগলি থেকে ফিরল যাত্রী নামাতে
এই সময় | ০৩ জুলাই ২০২৪
স্টপেজে না দাঁড়িয়ে ছুটল ট্রেন। পরের স্টেশন থেকে আবার ফিরল যাত্রী নামাতে। এমনই অবাক করা ঘটনা ঘটল হাওড়া-বর্ধমান মেন লাইন। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে এই লাইনের চুঁচুড়া স্টেশনে। ঠিক কী ঘটেছে, তা খতিয়ে দেখছে রেল।৩৭৮৪৯ আপ বর্ধমান লোকাল যা 'সুপার' নামে পরিচিত, সেটি হাওড়া থেকে ছেড়ে শ্রীরামপুর, শেওড়াফুলি ও চন্দননগরের পর চুঁচুড়া স্টেশনে দাঁড়ায়। মঙ্গলবার ট্রেনটি নির্দিষ্ট সময়ের থেকে ২ মিনিট বিলম্বে হাওড়া থেকে ছাড়ে। যেহেতু গ্যালোপিং ট্রেন, তাই শহরতলি ও পার্শ্ববর্তী হুগলি ও পূর্ব বর্ধমান জেলার বহু মানুষ এই ট্রেনে কর্মস্থল থেকে বাড়ি ফেরেন। জানা গিয়েছে, ট্রেনটির চুঁচুড়া স্টেশনে স্টপেজ থাকলেও এদিন না দাঁড়িয়ে সোজা হুগলিতে গিয়ে দাঁড়ায়। এদিকে এই ঘটনায় রীতিমতো হতচকিত হয়ে যান ট্রেনের যাত্রীরা। যে সমস্ত যাত্রীর চুঁচুড়া নামার কথা তাঁদের অনেকেই রীতিমতো উদ্বিগ্ন হয়ে ওঠেন। কার্যত শোরগোল পড়ে যায় ট্রেনের যাত্রীদের মধ্যে। এরপর হুগলি স্টেশন থেকে ট্রেনটি ফের ফিরে আসে চুঁচুড়ায়। তারপর সেখানে যাত্রীদের নামিয়ে, মিনিট দশেক দাঁড়িয়ে ফের গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।
এই বিষয়ে ট্রেনের এক যাত্রী বলেন, 'চন্দননগর পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। এরপর সন্ধে ৭ টা ৫৫ মিনিটে ট্রেনটি চুঁচুড়ায় ঢুকলেও না দাঁড়িয়ে সোজা হুগলি চলে যায়। চুঁচুড়ার যাত্রীরা বুঝতেই পারেন না কী হল! অনেকে গেটের কাছে চলে আসেন নামার জন্য। কিন্তু ট্রেন তো দাঁড়ায়নি। হুগলিতে গিয়ে দাঁড়িয়ে পরে। সেখান থেকে আবার ৮ টা ১ মিনিটে চুঁচুড়ায় ফিরে আসে ট্রেনটি। যাত্রী নামিয়ে দশ মিনিট দাঁড়িয়ে থাকার পর গন্তব্যে রওনা দেয়।'
এদিকে এই ঘটনাকে ঘিরে রীতিমতো রইচই পড়ে যায় যাত্রীমহলে। ঘটনার কথা পৌঁছেছে রেলের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে। সেক্ষেত্রে চালকের ভুলে না কি অন্য কোনও কারণে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে রেল। এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, 'বিষয়টি শুনেছি, কী হয়েছিল দেখা হচ্ছে।'
প্রসঙ্গত, গতবছর এই ধরনের একটি ঘটনা ঘটে দক্ষিণ ভারতে। মাবেলিক্কারা ও চেঙ্গান্নুরের মাঝে হল্ট স্টেশন চেরিয়ান্দে দাঁড়ানোর কথা ছিল বেনাদ এক্সপ্রেসের। কিন্তু ট্রেনটি সেখানে না থেমে প্রায় ৭০০ মিটার এগিয়ে যায়। পরে বিষয়টি বুঝতে পের ফের ট্রেনটিকে পিছিয়ে স্টেশনে নিয়ে আসা হয়।