• কলকাতায় 'রেইনি ডে', ১০ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন ওয়েদার আপডেট
    এই সময় | ০৩ জুলাই ২০২৪
  • রাজ্যে চলছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী কমবেশি শহর কলকাতা ও রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই চলছে বৃষ্টি। চলতি সপ্তাহে বৃষ্টি জারি থাকার পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে মৌসুমী অক্ষরেখা বিহার থেকে আসাম পর্যন্ত বিস্তৃত। উত্তরবঙ্গের উপর দিয়ে এই অক্ষরেখা থাকায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকছে। এছাড়াও বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। আর তার জেরেই মেঘাচ্ছন্ন আকাশ এবং প্রায় গোটা রাজ্যজুড়েই চলছে বৃষ্টি। উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে সারাদেশেই প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। নির্ধারিত সময় ৮ জুলাই থেকে ৬ দিন আগেই সারাদেশের সমস্ত রাজ্যের সমস্ত এলাকায় পৌঁছে গেল বর্ষা।দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাসদক্ষিণবঙ্গে এই সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলায়। শনিবার থেকে পরবর্তী ৭২ ঘণ্টা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

    কলকাতায় বৃষ্টি জারিবিভিন্ন জেলার পাশাপাশি শহর কলকাতাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সারাদিনই মেঘলা থাকবে শহরের আকাশ। সার্বিক ভাবে গোটা কলকাতা জুড়ে অবিরাম হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। বলতে গেলে বুধ ও বৃহস্পতিবার কার্যত 'রেইনি ডে' কলকাতায়। এদিন কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩-২ ডিগ্রি কম। আর দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৯ ডিগ্রি কম।

    উত্তরে তুমুল বৃষ্টিএদিকে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। কোনও কোনও এলাকায় থাকছে প্রবল বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হতে ২০০ মিলিমিটার বা তার চেয়েও বেশি বৃষ্টিপাত। পাশাপাশি মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। শনিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

    উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় দার্জিলিঙের সেবকে ২৯০ মিলিমিটার, আলিপুরদুয়ারে ২১০ মিলিমিটার, দার্জিলিং শহর ও গজলডোবায় ১২০ মিলিমিটার, নদিয়ার দেবগ্রামে ৩২.১ মিলিমিটার ও কলকাতায় ৪৩.৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
  • Link to this news (এই সময়)