• বিরক্ত মুখ্যমন্ত্রী, রাস্তার হাল ফেরাতে প্রযুক্তি নির্ভর সমীক্ষা চালানো হবে...
    আজকাল | ০৩ জুলাই ২০২৪
  • ‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ রাজ্যের একাধিক জেলায় রাস্তার খারাপ হাল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষোভ প্রকাশ করার পর রাজ্য সরকার সমস্ত রাস্তার আধুনিক প্রযুক্তি নির্ভর সমীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। জিআইএস ম্যাপিং–এর মাধ্যমে গ্রামীণ এলাকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্যের ভান্ডার তৈরি করা হবে। কোথাও নতুন রাস্তার প্রয়োজন আছে কি না, কোথায় কোথায় মেরামতির প্রয়োজন, কোন রাস্তা কতদিন আগে তৈরি বা মেরামত করা হয়েছিল, সে সম্পর্কে সমস্ত তথ্য সেখানে থাকবে। কোনও রাস্তা তৈরির পাঁচ বছরের মধ্যে খারাপ হয়ে গেলে সংশ্লিষ্ট ঠিকাদারকে খুঁজে বের করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের কয়েকমাস আগেই ‘পথশ্রী’ প্রকল্পের আওতায় রাজ্যে ১২ হাজার কিমি রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। তারই সঙ্গে নতুন করে এই সমীক্ষার কাজও চলবে।
  • Link to this news (আজকাল)