• সরকারি জমি দখলের অভিযোগে ধৃত নেতাকে বহিষ্কার করল তৃণমূল
    এই সময় | ০৩ জুলাই ২০২৪
  • জমি কেলেঙ্কারিতে আগেই গ্রেফতার করা হয়েছিল দেবাশিস প্রামাণিককে। এবার তাঁকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। ডাবগ্রাম-ফুলবাড়ি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পদে ছিলেন তিনি। এবার তাঁকেই বহিষ্কারের কথা ঘোষণা করা হল। জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়ে দেন, জেলা সভাপতি মহুয়া গোপ। একইসঙ্গে এদিনই গজলডোবায় দখল হয়ে যাওয়া আট বিঘা সরকারি জমি পুনরুদ্ধার করে ব্লক প্রশাসন। ওই জমিতে সরকারি সাইনবোর্ডও লাগিয়ে দেওয়া হয়েছে।সরকারি জমি দখলমুক্ত করার অভিযানসরকারি জমি দখলমুক্ত করতে অভিযান নামল ব্লক প্রশাসন। মঙ্গলবার রাজগঞ্জ ব্লকের গজলডোবায় কাছে ঝুলন্ত সেতুর পাশে প্রায় কয়েকবিঘা সরকারি জমি দখল মুক্ত করা হয় প্রশাসনের পক্ষ থেকে। সেখানে সরকারি জমির সাইনবোর্ডও লাগিয়ে দেওয়া হয়। শিলিগুড়ি এক নেতা সেই জমি দখল করে রেখেছিল বলে অভিযোগ।

    প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি জমি দখলমুক্ত করার অভিযানে নামতে দেখা গিয়েছে প্রশাসনকে। সেই মতো কয়েকদিন আগে রাজগঞ্জ ব্লকের গজলডোবা এলাকার বেশকিছু সরকারি জমি চিহ্নিত করেন ব্লক প্রশাসন। মঙ্গলবার রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণ, রাজগঞ্জের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সুখেন রায় এবং অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে ওই সরকারি জমিতে সাইনবোর্ড লাগান হয়।

    এই বিষয়ে রাজগঞ্জের ভূমি ও রাজস্ব আধিকারিক সুখেন রায় জানান, গজলডোবা সংলগ্ন এলাকায় জমি চিহ্নিত করে সেখানে সরকারি বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। এই অভিযান গোটা ব্লকজুড়েই চলছে। ব্লকে যে সব জায়গায় সরকারি জমি দখল করা রয়েছে সেগুলি দখলমুক্ত করা হবে।

    গ্রেফতার দেবাশিস প্রামাণিকের সহযোগীরাওপ্রসঙ্গত, শিলিগুড়ি জমিকাণ্ডে দেবাশিস প্রামাণিকের পর আরও ২ জনকে গ্রেফতার করা হয়। দেবাশিস প্রামাণিকের পর তাঁর অন্যতম সহযোগী বিমল রায় এবং এমডি কালামকেও গ্রেফতার করে পুলিশ। যদিও গ্রেফতারি পর বিমল রায় জানিয়েছিলেন, পুলিশ তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে। কিন্তু এই বিষয়ে তিনি কিছুই জানেন না বলেই দাবি তাঁর। এমনকী দেবাশিস প্রামাণিকের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই বলেও দাবি করেন বিমল। ধৃত ৩ জনকেই আদালতে পেশ করা হলে পুলিশ হেফাজতে পাঠিয়েছিলেন বিচারক। আর এবার বহিষ্কৃত দেবাশিস। গোটা ঘটনায় ডাবগ্রাম-ফুলবাড়ি সহ সংলগ্ন এলাকার রাজনীতিকে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য।
  • Link to this news (এই সময়)