রথে পুরী যাবেন? শিয়ালদা ও মালদা টাউন থেকে স্পেশ্যাল ট্রেন, জানুন সময়সূচি
এই সময় | ০৩ জুলাই ২০২৪
সামনেই রথযাত্রা। আর রথযাত্রা মানে প্রথমেই যে জায়গায় কথা মানুষের মনে আসে, তা হল ওডিশার পুরী। প্রতিবছরই এই রথযাত্রী উপলক্ষে সারা দেশ থেকে প্রচুর মানুষ ভিড় জমান পুরীতে। বাদ যায় না বাংলাও। বঙ্গ থেকেও প্রচুর মানুষ প্রতি বছরই রথযাত্রা উপলক্ষে পুরীতে পাড়ি দেন। এবারও তার ব্যতিক্রম নেই। আর মানুষ যাতে ওডিশার রথযাত্রা দেখতে পারে সেই কারণে স্পেশ্যাল ট্রেনেরও ব্যবস্থা করছে রেল। এক বিজ্ঞপ্তিতে গোটা বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে।এই বিষয়ে পূর্ব রেলের তরফে জানান হয়েছে রথযাত্রা উপলক্ষে শিয়ালদা ও খুরদা রোড এবং মালদা টাউন ও মালতীপতপুরের মধ্যে বিশেষ ট্রেন চালান হবে। এই দু'টি বিশেষ ট্রেনের মাধ্যমে অতিরিক্ত ৮,৩০০টি বার্থের ব্যবস্থা করা হচ্ছে, যা ভ্রমণার্থীদের বাড়তি সুবিধা দেবে বলেই আশা করা হচ্ছে।
রেলের তরফে বিজ্ঞপ্তিতে জানান হয়েছে ০৩১০১ শিয়ালদা-খুরদা রোড স্পেশ্যাল ০৬.০৭.২০২৪ এবং ১৩.০৭.২০২৪ (০২ ট্রিপ) তারিখে শিয়ালদা থেকে ০০:০৫ টায় (রাত ১২:০৫ মিনিট) ছাড়বে এবং ওইদিনই সকাল ০৮:৩০ টায় খুর্দা রোডে পৌঁছবে । আবার ০৩১০২ খুরদা রোড-শিয়ালদা স্পেশাল ০৬.০৭.২০২৪ এবং ১৩.০৭.২০২৪ (০২ ট্রিপ) তারিখে খুরদা রোড থেকে ১৬:৪০-এ (বিকেল ০৪:৪০ মিনিট) ছাড়বে এবং পরের দিন ০২:০০ টো (রাত ২টো ) শিয়ালদা পৌঁছবে। যাত্রাপথে ট্রেনটি আন্দুল, খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, কটক এবং ভুবনেশ্বর স্টেশনে থামবে। ট্রেনটিতে শীতাতপ নিয়ন্ত্রিত কোচের ব্যবস্থা থাকছে।
এদিকে আবার ০৩৪১৯ মালদা টাউন-মালতীপতপুর স্পেশাল ০৪.০৭.২০২৪ এবং ১১.০৭.২০২৪ (০২ ট্রিপ) তারিখে মালদা টাউন থেকে সকাল ০৯:৩০ টায় ছাড়বে এবং পরের দিন ০৩:৫৫ মিনিটে (ভোর রাত ০৩:৫৫ মিনিট) মালতীপতপুর পৌঁছাবে । অন্যদিকে ০৩৪২০ মালতীপতপুর-মালদা টাউন স্পেশাল ০৫.০৭.২০২৪ এবং ১২.০৭.২০২৪ (০২ ট্রিপ) তারিখে সকাল ০৬:০০টায় মালতীপতপুর থেকে ছাড়বে এবং ওই দিনই ২৩:৪৫ মিনিটে (রাত ১১:৪৫ মিনিট) মালদা টাউন স্টেশনে পৌঁছাবে। এই ট্রেনটি যাত্রাপথে রামপুরহাট, সাঁইথিয়া, সিউড়ি, অন্ডাল, আসানসোল, আদ্রা, বাঁকুড়া, মেদিনীপুর, হিজলি, বালেশ্বর , ভদ্রক, কটক, ভুবনেশ্বর এবং খুর্দা রোড স্টেশনে থামবে। এই ট্রেনটিতে স্লিপার ক্লাস ও শীতাতপ নিয়ন্ত্রিত কোচের ব্যবস্থা থাকছে বলে জানান হয়েছে রেলের পক্ষ থেকে। দুটি ট্রেনেই বুকিং করা যাবে পিআরএস ও ইন্টারনেটের মাধ্যমে। সেক্ষেত্রে যাঁরা রথযাত্রীয় পুরীর জগন্নাথদেবের দর্শন পেতে চান, তাঁদের যাতায়াতে অনেকটাই সুবিধা হবে বলে আশা করছে রেল কর্তৃপক্ষ।