• ‌চোপড়া কাণ্ডে ধৃত আরও এক
    আজকাল | ০৩ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ চোপড়া কাণ্ডে ধৃত আরও এক। ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করে ইসলামপুর থানার পুলিশ। জানা গেছে, ধৃত বুধা মহম্মদ এই ঘটনার মূল অভিযুক্ত তাজিমুল ইসলাম ওরফে জেসিবির ঘনিষ্ঠ। ঘটনার সময় বুধা ছিলেন জেসিবির সঙ্গে।
    জানা গেছে মঙ্গলবার গভীর রাতে চোপড়ার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বুধাকে। ধৃত যুবক উত্তর দিনাজপুরের চোপড়ার সীমান্তবর্তী লক্ষ্মীপুর পঞ্চায়েতের ঘির্নারগ্রামের বাসিন্দা। ভিডিও ফুটেজে জেসিবির সঙ্গে তাকেও মারধর করতে দেখা গিয়েছে বলে দাবি সূত্রের। এদিনই তাকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়। প্রসঙ্গত, রবিবার দুপুরে তাজিমুলের একটি ভিডিও প্রকাশ্যে আসে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। ভিডিওয় দেখা যায়, এক তরুণীকে রাস্তায় ফেলে এক ছড়া কঞ্চি দিয়ে বেধড়ক মারছেন জেসিবি। এক তরুণকেও একই ভাবে মারতে দেখা যায়। ঘটনার অভিযোগ পাওয়ার পর গ্রেপ্তার করা হয় তাজিমুলকে। তদন্তে নেমে মঙ্গলবার রাতে আরও এক জনকে গ্রেপ্তার করে পুলিশ।
  • Link to this news (আজকাল)