• ‌বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে
    আজকাল | ০৩ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ দক্ষিণবঙ্গে পুরোপুরি প্রবেশ করে গিয়েছে বর্ষা। কোথাও ঝিরিঝিরি তো কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। 
    জানা গেছে, কলকাতা–সহ দক্ষিণবঙ্গে বুধবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে। দুই মেদিনীপুর, দুই বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এদিকে, শনিবার অবধি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে বৃষ্টি শুরু হতেই তাপমাত্রা অনেকটা কমেছে। বুধবার তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা। 
  • Link to this news (আজকাল)