• রাজভবনের সামনে চার ঘণ্টা ধর্নায় বসতে পারবেন শুভেন্দু, জানাল হাইকোর্ট ...
    আজকাল | ০৩ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাজভবনের সামনে ধর্নায় বসতে পারবেন শুভেন্দু অধিকারীরা। বুধবার শর্তসাপেক্ষ অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, আগামী ১৪ জুলাই রাজভবনের সামনে ধর্নায় বসতে পারবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার সকাল ১০টা থেকে বেলা ২টো পর্যন্ত ধর্নার অনুমতি দেওয়া হয়েছে। সর্বাধিক ৩০০ লোক নিয়ে অবস্থানে বসতে পারবেন। এই কর্মসূচিতে কোনও ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে যোগ দিতে পারবেন না। কর্মসূচি শান্তিপূর্ণভাবে করতে হবে। কর্মসূচি চলাকালীন কোনও বিদ্বেষমূলক মন্তব্যও করা যাবে না।
    প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসার অভিযোগে আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বসতে চান শুভেন্দু। রাজভবন চত্বরে ১৪৪ ধারা জারি থাকায় কলকাতা পুলিশ সেই অনুমতি দেয়নি। এরপর কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। এরপর রাজভবন চত্বরে শুভেন্দুদের ধর্নার অনুমতি দেয় রাজ্য সরকার। দিনক্ষণ নিয়ে সমস্যা চলছিলই। গত রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মন কি বাত' অনুষ্ঠান, আগামী রবিবার রথযাত্রা থাকায় কর্মসূচি করতে রাজি হয়নি বিজেপি। বুধবার ১৪ জুলাইয়ের কথা আদালতে জানান রাজ্যের আইনজীবী। এরপরই ধর্নার অনুমতি দিয়েছে হাই কোর্ট।
  • Link to this news (আজকাল)