• গণপিটুনিতে মৃত্যুদণ্ডের বিল পড়ে রাজভবনে, রাজ্যকেই দুষলেন রাজ্যপাল
    আজ তক | ০৩ জুলাই ২০২৪
  • রাজ্যের বিভিন্ন প্রান্তে গণপিটুনির ঘটনা ঘটছে। গণপিটুনির ঘটনা রুখতে বিশেষ বিল এনেছিল রাজ্য সরকার। ওই বিলে মৃত্যুদণ্ডের সাজার কথা উল্লেখ করা হয়েছে। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে, ৫ বছর ধরে পড়ে রয়েছে ওই বিল। কারণ, রাজ্যপাল সই করেননি। এই নিয়ে এবার মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। 

    মঙ্গলবার এক্স হ্যান্ডলে পোস্ট করে এই নিয়ে মুখ খুলেছেন রাজ্যপাল। তিনি জানিয়েছেন যে, ২০১৯ সালের ৩০ অগস্ট রাজ্য বিধানসভায় পাশ হয় 'দ্য ওয়েস্ট বেঙ্গল প্রিভেনশন অফ লিঞ্চিং বিল'। ৪ সেপ্টেম্বর অনুমোদনের জন্য রাজ্য সরকার সেটি রাজভবনে পাঠিয়েছিল। কিন্তু সেই বিলের বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল। রাজ্য সরকারের কাছে ব্যাখ্যাও চাওয়া হয়েছিল। রাজ্যপালের দাবি, সেই ব্যাখ্যা এখনও দেয়নি রাজ্য সরকার। আর সেই কারণেই বিলম্ব। 

    সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে গণপিটুনির ঘটনা ঘটেছে। গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ উঠেছে খাস কলকাতাতেও। এই আবহে ৫ বছরের সেই বিল আলোচনায় উঠে এল। 

    অন্য দিকে, শেষ মুহুর্তে মঙ্গলবার আচমকাই চোপড়া সফর বাতিল করেন রাজ্যপালবোস। উত্তর দিনাজপুরের চোপড়ায় নির্যাতিতার সঙ্গে দেখা করবেন বলে সোমবারই দিল্লি থেকে শিলিগুড়ি ফিরেছিলেন রাজ্যপাল। মঙ্গলবার তাঁর চোপড়া যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ বেলায় চোপড়া গেলেন না তিনি। শিলিগুড়ি থেকে ফের দিল্লি ফিরে গিয়েছেন রাজ্যপাল। রাজ্যপাল কেন চোপড়া গেলেন না, তা অবশ্য স্পষ্ট নয়। সূত্রের খবর, চোপড়ার নির্যাতিতা দেখা করতে চাননি, সেকারণেই রাজ্যপাল চোপড়া যাননি। রাজ্যপাল বলেন, 'নির্যাতিতার যখন মনে হবে, আমার সঙ্গে দেখা করার, আমি যাব না হলে উনি আসতে পারেন রাজভনে।' তবে শিলিগুড়ি সার্কিট হাউসে কোচবিহারে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তের সঙ্গে দেখা করেন রাজ্যপাল।

    গত শুক্রবার উত্তর দিনাজপুরের চোপড়ার দিগলগাঁও এলাকায় এক যুবক এবং যুবতীকে কঞ্চি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনা ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। ঘটনার মূল অভিযুক্ত তাজিমুল ইসলাম ওরফে জেসিবিকে গ্রেফতার করা হয়েছে। উত্তর দিনাজপুরের চোপড়ার ঘটনার ছায়া এবার জলপাইগুড়িতে। সালিশি সভায় স্বামী-স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল ফুলবাড়িতে। ঘটনার পর অপমানে ওই মহিলা আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে দু'জনকে গ্রেফতার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
  • Link to this news (আজ তক)