• শুভেন্দুর ধরনায় শর্তসাপেক্ষে অনুমতি হাই কোর্টের
    প্রতিদিন | ০৩ জুলাই ২০২৪
  • গোবিন্দ রায়: রাজভবনের সামনে ধরনায় বসতে পারবেন শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। তবে শর্তসাপেক্ষে মিলল অনুমতি। বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, আগামী ১৪ জুলাই রাজভবনের সামনে অবস্থানে বসতে পারবেন বিরোধী দলনেতা।

    বুধবার বিচারপতি জানিয়েছেন, রাজভবনের সামনে শুভেন্দু শান্তিপূর্ণভাবে অবস্থান করতে পারবেন। বিজেপির কোনও নেতা-কর্মী আগ্নেয়াস্ত্র নিয়ে যেতে পারবেন না। সর্বাধিক ৩০০ লোক নিয়ে অবস্থানে বসতে পারবেন তিনি।

    ভোট পরবর্তী হিংসার অভিযোগে রাজভবনের সামনে ধরনায় বসতে চায় বিজেপি। ওই চত্বরে ১৪৪ ধারা জারি থাকায় কলকাতা পুলিশ সেই অনুমতি দেয়নি। তবে পুলিশের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা। বিজেপির যুক্তি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গত বছর অক্টোবর রাজভবনের সামনে পাঁচ দিন ধরনায় বসেছিলেন। সেই সময় পুলিশের তরফে তাঁকে বাধা দেওয়া হয়নি। শুধুমাত্র বিজেপি নেতা বলেই শুভেন্দুকে অনুমতি দেওয়া হচ্ছে না দাবি।

    কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি হয়। রাজভবন চত্বরে অবস্থানের অনুমতি দেয় রাজ্য সরকার। জানানো হয়, আগামী রবিবার অর্থাৎ ৩০ জুন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শুভেন্দু অধিকারী ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের নিয়ে অবস্থানে বসতে পারেন। কিন্তু দিন নিয়ে আপত্তি ছিল বিজেপি বিধায়কের। শেষপর্যন্ত ১৪ জুলাই ধরনার দিন চূড়ান্ত হয়। শর্তসাপেক্ষে মিলল অনুমতি। 
  • Link to this news (প্রতিদিন)