আজকাল ওয়েবডেস্ক : 'গ্যাংস্টার' সুবোধ সিংকে নিজেদের হেফাজতে পেতে মরিয়া ছিল সিআইডি। ১৪ দিনের আবেদন করেছিল। অবশেষে সেইমতো সুবোধ সিংকে ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে পেল সিআইডি। আগামী ১৭ জুলাই সুবোধ সিংয়ের পরবর্তী হাজিরা আসানসোল আদালতে। আদালতের নির্দেশ ছিল, বেউর জেল কর্তৃপক্ষ সুবোধ সিংকে আসানসোল আদালতে আনবে ৩ জুলাই। কিন্তু সিআইডি তাকে নিয়ে চলে আসে ৩০ জুন। তাই সুবোধের আইনজীবীরা ১৪ দিনের আপত্তি জানায়। অন্যদিকে, জেলা দায়রা জজ আদালত থেকে সুবোধের মামলা চলে যায় সিজেএম আদালতে। অভিযোগ, জেলা আদালতের স্থানান্তরের নির্দেশনামার নথি বদলে যায় সিজেএম আদালতে। বাড়তি সাবমিশন বা নির্দেশনামা অর্ডার কপিতে জুড়ে গেল কীভাবে? প্রশ্ন ছুঁড়ে তীব্র আপত্তি জানান সুবোধের আইনজীবী সোমনাথ চট্টরাজ ও শেখর কুণ্ডু। চলে তীব্র বাদানুবাদ। তবে বুধবার ২০২২ সালের রানিগঞ্জের ডাকাতির ঘটনার কথা উল্লেখ করে সুবোধকে ১৪ দিনের হেফাজতে চাওয়া হয়। সওয়াল জবাবের পর সুবোধকে ১৪ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত।