বামনডাঙ্গা চা বাগানে চিতার হামলায় জখম এক মহিলা চা শ্রমিক
আজকাল | ০৪ জুলাই ২০২৪
অতীশ সেন, ডুয়ার্স : চা বাগানে কাজ করার সময় চিতাবাঘের হামলায় জখম হলেন এক মহিলা চা শ্রমিক। এবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগানে। জানা গিয়েছে বুধবার সকাল প্রায় ১১টা নাগাদ চা বাগানের ৬ নম্বর সেকশানে কাঁচা চা পাতা তোলার কাজ করার সময় সাকো খারিয়া নামের ওই শ্রমিকের উপর একটি চিতাবাঘ অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে। থাবার আঘাতে তার মাথায় ও মুখে মারাত্মক জখম লাগে। চিতাবাঘটিকে আক্রমণ করতে দেখে অন্যান্য শ্রমিকরা আতঙ্কে চিৎকার শুরু করে দিলে চিতাবাঘটি ভয় পেয়ে ফের চা বাগানে লুকিয়ে পড়ে। আহত সাকো খারিয়া'কে অন্যান্য শ্রমিকেরাই উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে হাসপাতালে চলে আসে বন্যপ্রাণ শাখার খুনিয়া স্কোয়ার্ডের রেঞ্জার সজল কুমার দে। আঘাত গুরুতর থাকায় প্রাথমিক চিকিৎসার পর দুপুর একটা নাগাদ আহত শ্রমিক'কে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়।বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। চিতাবাঘের হামলায় ঘটনায় চা বাগানে আতঙ্ক ছড়িয়েছে। বনদপ্তরের সূত্রে জানা গিয়েছে আহত শ্রমিকের চিকিৎসার ব্যাবস্থা বনদপ্তরের পক্ষ থেকে করা হচ্ছে।