• ২০২৬-এ তৃণমূল ফের রাজ্যে ক্ষমতায় আসবে, জেল থেকে বেরিয়ে বললেন আরাবুল ...
    আজকাল | ০৪ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ভাঙড়ের নেতা আরাবুল জেলে ছিলেন ৫ মাস। মাঝে লোকসভার ভোট গিয়েছে। বুধবার জেল থেকে বেরিয়ে আরাবুল জানালেন, 'বাংলায় এবার যে রেজাল্ট হয়েছে, ২০২৬-এ তৃণমূল কংগ্রেস আবার চোখ বুজে রাজ্যে ক্ষমতায় আসবে।' ভাঙড়ের নেতা জেল থেকে বেরিয়ে কী বললেন নিজের জায়গা নিয়ে? জেলের সামনে দাঁড়িয়ে বললেন, 'আমি চাই ভাঙড়ের মানুষ ভাল থাকুক, সুস্থ থাকুক।' সম্প্রতি আরাবুলকে নিয়ে খুনের চক্রান্তের কথা বলেছিলেন অপর এক তৃণমূল নেতা সওকত মোল্লা। এদিন আরাবুলকে সেই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে নেতা সাফ জানালেন, ঘটনার সম্পূর্ণ তথ্য জেনে তিনি সময় হলেই জানাবেন সংবাদ মাধ্যমকে। ৫ মাস জেলে থাকার পর, অসুস্থ কিছুটা, সুস্থ হলে সংবাদমাধ্যমকে ডেকে ভাঙড়ের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন বলেও জানান। মমতা ব্যানার্জি-অভিষেক ব্যানার্জির প্রশস্তি শোনা যায় তাঁর মুখে।

    খুনের মামলায় ভাঙড়ের তৃণমূল কর্মীকে গত ৮ ফেব্রুয়ারি গ্রেপ্তার করেছিল পুলিশ। অবশেষে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করে।  বারুইপুরের বিজয়গঞ্জে আইএসএফ কর্মী খুনের মামলায় মঙ্গলবার জামিন পেলেন তিনি। এর আগে অন্য নয়টি মামলায় জামিন পান। এর আগে জামিন চেয়ে বারুইপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে গিয়েছিলেন আরাবুল। কিন্তু পুলিশ তখন জানিয়েছিল তদন্তের প্রয়োজনে আরাবুলকে তাদের নিজেদের হেফাজতে নিতে হবে। এর পরে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন আরাবুল। আরাবুলের বিরুদ্ধে কতগুলি মামলা রয়েছে, রাজ্যের কাছে জানতে চায় কলকাতা হাইকোর্ট। অবশেষে মঙ্গলবার তাঁকে জামিন দেওয়া হয়। বুধবার আরাবুলের জেল-মুক্তির সময় উচ্ছ্বাস লক্ষ্য করা যায় কর্মীদের মুখে। আরাবুল-অনুগামীরা মালা পরিয়ে তাঁকে ফিরিয়ে নিয়ে যান।
  • Link to this news (আজকাল)