• বাইক নিয়ে স্টান্ট দেখাতে গিয়ে প্রাণ গেল কিশোর-কিশোরীর
    আজকাল | ০৪ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : বান্ধবীকে বাইকের পেছনে বসিয়ে 'স্টান্ট' দেখাতে যাওয়াই কাল হল। পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই কিশোর-কিশোরীর। 

    ঘটনাটি ঘটেছে বুধবার সকালে মুর্শিদাবাদের কান্দি থানার যশোহরী - গোলাঘাট এলাকায়। 

    'স্টান্ট' দেখানোর সময় বাইকটি দ্রুতগতিতে একটি ইনোভা গাড়ির পেছনে ধাক্কা মারে। এরপর পথেই লুটিয়ে পড়ে তারা। 

    স্থানীয়রা উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দু'জনকেই মৃত বলে ঘোষণা করেন। 

    পুলিশ সূত্রে জানা গেছে , মৃত ওই কিশোরের নাম আকাশ শেখ (১৭) । তার বাড়ি বড়ঞা থানার ভবানীনগর গ্রামে এবং কিশোরী রাজিয়া সুলতানা (১৫)। তার বাড়ি বড়ঞা থানার বদুয়া গ্রামে। রাজিয়া কুলি সাধারণ বিদ্যাপীঠের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল। আকাশ শ্রমিক হিসাবে কাজ করত। 

    মৃত আকাশের মা মর্জিনা বিবি বলেন,"মুম্বাই যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটতে কান্দি যাচ্ছে বলে বাড়ি থেকে কিছু টাকা এবং মোটরসাইকেল নিয়ে আজ সকালে আমার ছেলে বের হয়েছিল। সকাল ১১ টা নাগাদ আমরা খবর পেলাম মোটরসাইকেল দুর্ঘটনাতে মারা গেছে। আমার ছেলে অন্য কাউকে মোটরসাইকেল চাপিয়ে কান্দি যাচ্ছিল বলে আমি জানতাম না। মৃত ওই কিশোরীকে আমি চিনিনা। আমার ছেলের কী সম্পর্ক তাও আমার জানা নেই।" 

    অন্যদিকে মৃত ওই নাবালিকার পরিবারের তরফ থেকে বলা হয়েছে -স্কুলের ব্যাগ, খাতা পেন্সিল কেনার জন্য সে ওই কিশোরের সঙ্গে মোটরসাইকেলে করে কান্দিতে যাচ্ছিল। সেই সময় একটি বড় গাড়ির ধাক্কায় তারা আহত হয়। 

    জেলা পুলিশের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, আজ সকালে ওই দু'জন মোটরসাইকেলে করে বড়ঞা থেকে কান্দির দিকে আসছিল। ছেলেটি দ্রুত গতিতে বাইক চালানোর সময় বান্ধবীকে 'খুশি' করতে মাঝেমধ্যেই রাজ্য সড়কের উপর বাইক নিয়ে 'স্টান্ট' দেখাচ্ছিল। সেই সময় রাস্তা দিয়ে যাওয়া একটি ইনোভা গাড়ির পেছনে গিয়ে হঠাৎই ওই কিশোর সজোরে ধাক্কা মারে। 

    পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় ওই কিশোর-কিশোরীর কারও মাথাতেই হেলমেট ছিল না। তার ফলে রাস্তায় পড়ে গিয়ে তারা গুরুতর আহত হয়। পরে দু'জনকেই কান্দি হাসপাতালে মৃত বলে ঘোষণা করা হয়। ইতিমধ্যেই পুলিশ দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকেই আটক করেছে।
  • Link to this news (আজকাল)