আজকাল ওয়েবডেস্ক : খাস কলকাতায় চলল গুলি। তরুণীকে গুলি করে আত্মঘাতী যুবক। লাল বাজার সুত্রের খবর, লেক গার্ডেন্সর অন্তর্গত প্রিন্স আনোয়ার শাহ রোডে অবস্থিত নিউ মেট্রো গেস্টহাউসে তারা ছিল। পুলিশ সূত্রে আরও খবর, ছেলেটি প্রথমে মেয়েটিকে গুলি করে। এরপর ছেলেটি নিজের মাথায় গুলি করে। ঘটনাস্থলে আসে লেক গার্ডেন্স থানার পুলিশ। দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করেন কিন্তু তরুণী এখনও বেঁচে রয়েছে। চিকিৎসা শুরু হয়েছে। যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দেহর কাছ থেকে বন্দুক উদ্ধার করে পুলিশ। তদন্ত করে এই ঘটনার কারণ খুঁজছে পুলিশ। মৃত যুবকের নাম রমেশ সাউ। তরুণীর নাম নিকিতা কুমারী।