• পদ্ধতিগত ত্রুটি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলায় ফের আবেদনের নির্দেশ রাজ্যপালকে...
    আজকাল | ০৪ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্তব্য ঘিরে কলকাতা হাইকোর্টে মানহানির মামলা দায়ের করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে এই মামলায় পদ্ধতিগত ত্রুটি রয়েছে। যার জন্য বুধবার শুনানি পিছিয়ে গেল কলকাতা হাইকোর্টে। এই মামলার শুনানি হবে বৃহস্পতিবার। রাজ্যপালকে নতুন করে আবেদনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

    মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জল্পনার অবসান ঘটিয়ে শিলিগুড়িতে দাঁড়িয়ে মামলা দায়ের করার কথা জানান তিনি। বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে বুধবার সেই মামলার শুনানি হয়। বিচারপতি রাও রাজ্যপালের আইনজীবী ধীরজ ত্রিবেদীকে বলেন, রাজ্যপালকে নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য যেসব সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তাদের এই মামলায় যুক্ত করা হয়েছে কি না! আইনজীবী জানান, কোনও সংবাদমাধ্যমকে এই মামলায় যুক্ত করা হয়নি। এরপরই বিচারপতি রাও নির্দেশ দেন, এই মামলা প্রত্যাহার করে পুনরায় আবেদন করতে হবে। এমনকী যেসব সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, সেগুলিকেও এই মামলায় যুক্ত করতে হবে। পরবর্তী শুনানি হবে আগামিকাল।
  • Link to this news (আজকাল)