• নিউ ব্যারাকপুরে অর্থলগ্নি সংস্থার প্রাক্তন কর্মীর বাড়িতে অভিযান ইডির
    দৈনিক স্টেটসম্যান | ০৪ জুলাই ২০২৪
  • সারদা, রোজভ্যালির মতো এবার ইডির নজরে কি আরও এক অর্থলগ্নি সংস্থা? এমনটাই মনে করছেন নিউ ব্যারাকপুর এলাকার বাসিন্দারা৷ বুধবার সকাল ৭ টা নাগাদ নিউ ব্যারাকপুরের ১৭৫ মেইন রোডে ওয়েস্ট সারদা অ্যাপার্টমেন্টের বি ব্লকে একটি অর্থলগ্নি সংস্থার প্রাক্তন কর্মীর বাড়িতে অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ ইডির ৫ সদস্যের একটি দল অভিযান চালিয়েছে বলে জানা গেছে৷
    স্থানীয় সূত্রে খবর, বহু বছর ধরেই নিউ ব্যারাকপুরে বসবাস করেন ওই ব্যক্তি৷ এলাকায় ‘ভদ্রলোক’ হিসেবে পরিচিত উনি৷ এবিষয়ে ফ্ল্যাটের এক বাসিন্দা বলেন, ‘আমি জানতাম উনি এয়ারপোর্টে কাজ করতেন৷ কিন্ত্ত এখন শুনছি উনি অর্থলগ্নি সংস্থায় কর্মরত ছিলেন৷ সবার সঙ্গে ভালোভাবে কথা বলেন৷ ওনার ছেলে বাইরে ইঞ্জিনিয়ারিং পড়ে৷’ আরও এক বাসিন্দা বলেন, ‘সবার সঙ্গে ওনার খুবই ভালো সম্পর্ক৷ কোনও দিন ওনার ব্যাপারে খারাপ কিছু শুনিনি৷’

    উল্লেখ্য, এদিন ইডির আধিকারিকরা ঠিক কী কারণে ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়েছেন তা এখনও জানা যায়নি৷ সকালে অভিযান চলাকালীন বাড়ির বাইরে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ কিছুক্ষণ পরে নিউ ব্যারাকপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওই বাড়িতে আসেন৷

  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)