• মাথায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি মুকুল রায়, এখন কেমন আছেন? জানালেন ছেলে শুভ্রাংশু
    এই সময় | ০৪ জুলাই ২০২৪
  • দীর্ঘ সময় ধরেই অসুস্থ মুকুল রায়। বুধবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এদিন রাতেই তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর, বুধবার কাঁচরাপাড়ায় নিজের বাড়িতেই আচমকাই পড়ে যান এবং চোট পান তিনি। এরপরে সংজ্ঞাহীন অবস্থাতেই তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে প্রবীণ এই নেতার চিকিৎসায় একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।এখন কেমন আছেন মুকুল রায়? তাঁর ছেলে শুভ্রাংশু রায় বৃহস্পতিবার সকালে এই সময় ডিজিটাল-কে বলেন, ‘এখনই বাবার শারীরিক অবস্থা ভালো বলা যাবে না। আজ ডাক্তার দেখবেন। তারপর বোঝা যাবে বাবার শারীরিক অবস্থার বিষয়ে।’ পড়ে গিয়ে মুকুল রায়ের মাথায় আঘাত লাগে বলে জানান শুভ্রাংশু।

    মুকুল রায় দীর্ঘ সময় ধরে অসুস্থ ছিলেন। ডায়াবিটিসের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি। তাঁর স্মৃতিশক্তিও কমেছে। শরীরে মাত্রাতিরিক্ত শর্করা থাকার কারণে তাঁকে নিয়মিত ইনসুলিনও নিতে হয়।

    বঙ্গ রাজনীতির আঙিনায় ‘মুকুল অধ্যায়’ অতি দীর্ঘ। কিন্তু, স্ত্রীর মৃত্যুর পর থেকেই ধীরে ধীরে ভাঙতে শুরু করে দোর্দণ্ডপ্রতাপ এই নেতার শরীর। তাঁর ওজন কমতে শুরু করে। কাছের মানুষজনদের তিনি চিনতে পারতেন না ঠিকমতো। বিভিন্ন সময় তাঁর মন্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছিল। সেই সময় তাঁর ছেলে শুভ্রাংশু দাবি করেছিলেন, তাঁর বাবা সজ্ঞানে সেই মন্তব্য করেননি।

    দীর্ঘ সময় ধরেই রাজনীতির আঙিনা থেকে অনেক দূরে রয়েছেন মুকুল রায়। যদিও লোকসভা নির্বাচনের আগে তাঁর বাড়িতে দেখা গিয়েছিল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে। শুধু অর্জুন সিং নন। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকও দেখা করেছিলেন মুকুল রায়ের সঙ্গে।

    উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ সেপ্টেম্বর বিজেপিতে যোগদান করেছিলেন মুকুল রায়। ২০২১ সালে তিনি বিজেপির টিকিটে ভোটে লড়ে বিধায়কও হয়েছিলেন। যদিও ওই বছরই তিনি বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তৃণমূলে ফিরে আসেন। এরপরেই অবশ্য তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। মাঝে তাঁর দিল্লি যাওয়া নিয়ে বিস্তর তোলপাড় হয়েছিল বঙ্গ রাজনীতি। সেই সময় থানার দ্বারস্থ হয়েছিলেন শুভ্রাংশু। কিন্তু, এরপর সেভাবে রাজনীতির ময়দানে সক্রিয় ভূমিকায় দেখা যায়নি মুকুল রায়কে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন অনুগামীরা।
  • Link to this news (এই সময়)