• ছানি অপারেশনের পর চোখে সংক্রমণ নিয়ে বিপাকে ১৬ জন রোগী, চাঞ্চল্য
    এই সময় | ০৪ জুলাই ২০২৪
  • এই সময়: সরকারি হাসপাতালে ছানি অপারেশনের পর চোখে সংক্রমণ নিয়ে বিপাকে ১৬ জন রোগী। অভিযোগ গার্ডেনরিচ সুপার-স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে। আপাতত সেখানে চোখের অস্ত্রোপচার বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে স্বাস্থ্য দপ্তর উদ্যোগী হয়ে ভুক্তভোগীদের স্থানান্তর করেছে কলকাতা মেডিক্যাল কলেজের অধীন রিজিয়োনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি (আরআইও)-তে। তাঁদের ফের এক দফা অপারেশন হবে বলে জানা গিয়েছে আরআইও সূত্রে।গার্ডেনরিচ সুপার-স্পেশালিটি হাসপাতাল স্থানীয়দের কাছে নাদিয়াল হাসপাতাল নামে পরিচিত। গত শুক্র ও শনিবার সেখানে ১৬ জনের চোখের ছানি কাটা হয়। হাসপাতালের পক্ষ থেকে তাঁদের সোম এবং মঙ্গলবার চেক-আপে আসতে বলা হয়েছিল। কিন্তু রোগীদের চোখের ব্যান্ডেজ খোলার পর চিকিৎসকেরা বুঝতে পারেন, ছানি কাটার পর সংক্রমণের কবলে পড়েছে চোখ।

    তাঁদের চোখে ব্যথার পাশাপাশি দৃষ্টির সমস্যাও ছিল। চিকিৎসকেরা বুঝতে পারেন, এগুলি অস্ত্রোপচার-পরবর্তী সংক্রমণ বা পোস্ট-অপারেটিভ ইনফেকশনের ঘটনা। ঝুঁকি না নিয়ে ওই রোগীদের আরআইও-তে পাঠানো হয়। আরআইও-র বিশেষজ্ঞ চিকিৎসকেরা ফের চোখ পরীক্ষা করেন। অবস্থা সন্তোষজনক নয় দেখে সঙ্গে সঙ্গেই এই ১৬ জনকে ভর্তি নিয়ে নেওয়া হয় ইউনিট-এ এবং ইউনিট-বি ওয়ার্ডে। এই ওয়ার্ড দু’টি পোস্ট-অপারেটিভ ইনফেকশনের জন্যে নির্ধারিত।

    রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েক জানান, গোটা বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গার্ডেনরিচ হাসপাতালের অপারেশন থিয়েটার এবং ভুক্তভোগী রোগীদের পরীক্ষা করবে ওই কমিটি। আপাতত সন্দেহ, ওটি-তে ব্যবহৃত যন্ত্রপাতি সম্ভবত পর্যাপ্ত জীবাণুমুক্ত করা হয়নি। বুধবার স্বাস্থ্যভবন থেকে একদল বিশেষজ্ঞ ওই হাসপাতালে যান। ব্যবহৃত যন্ত্রপাতি ও ওষুধের নমুনা সংগ্রহ করা হয় পরীক্ষার জন্যে।
  • Link to this news (এই সময়)