'ভাঙড়ে তৃণমূল আমার হাতে গড়া', আরাবুলের দাবি শুনে শওকত বললেন...
এই সময় | ০৪ জুলাই ২০২৪
ভাঙড়ের 'পার্টিগণিত' নিয়ে আরাবুলের নয়া মন্তব্য, 'ভাঙড়ে তৃণমূল কংগ্রেস আমার হাতে গড়া'। আর এই ‘আরাবুল উবাচ’ নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে স্থানীয় রাজনীতিতে। উল্লেখযোগ্য মন্তব্য করেছেন ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা শওকত মোল্লা।পাঁচ মাস জেলে থাকার পর বুধবার জামিনে মুক্তি পেয়েছেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। সংশোধনাগার থেকে বেরিয়েই ২০২৬-এ তৃণমূলের জয় নিশ্চিত, এই দাবি শোনা যায় তাঁর কণ্ঠে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের 'সেনাপতি' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা শোনা যায় এই নেতার কণ্ঠে। কিন্তু, আরাবুলের 'প্রতিক্রিয়া পর্বের' সংযোজন, 'যা বলার পুরোটা জেনে বলব'।
এই মন্তব্যের ২৪ ঘণ্টা পার হতে না হতেই তিনি বলেন, ‘ভাঙড়ে সমস্ত তৃণমূল কংগ্রেস আমার হাতে গড়া। ১৯৯৮ সালে আমি ১৯৯৮ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির পতাকা কাঁধে নিয়ে গোটা ভাঙড়ে ঘুরেছি সকলে জানে। আমার হাতে গড়া ছেলেরা দলের নেতৃত্ব দিচ্ছে। তারা ভালো থাকুক। আগামীদিনে তারা বড় হোক।'
তাঁর সংযোজন, 'আমার সঙ্গে কী হল, কেন হল? সেই বিষয়ে আমি পরে বিস্তারিত জানাব।' আরাবুলের এই মন্তব্য নিয়ে ভাঙড়ের রাজনৈতিক মহলে বিস্তর চর্চা চলছে। আরাবুল ইসলামের মন্তব্যের প্রেক্ষিতে শওকত মোল্লা বলেন, ‘তৃণমূল কংগ্রেস কারও হাতে গড়া হতেই পারে। কেউ প্রতিষ্ঠাতা সদস্য হতেই পারেন। কিন্তু, তা বলে আমি গ্রামের মানুষকে শান্তিতে রাখব না, টাকা তুলে বেড়াব, এমনটা তো দল বলেনি।
অন্যদিকে, ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা শওকত মোল্লা 'ঘনিষ্ঠ' হিসেবে পরিচিত খাইরুল ইসলাম বলেন, 'আমাদের দল কোনও তোলাবাজকে আশ্রয় দেবে না।' একই কথা শোনা গিয়েছে শওকত মোল্লার কণ্ঠেও। তিনি বলেন, ‘তোলাবাজদের আমরা কোনওভাবেই সমর্থন করি না।’
উল্লেখ্য, জেলে থাকার সময়ই ভাঙড়ের ২ নম্বর ব্লক তৃণমূলের আহ্বায়ক পদ থেকে সরানো হয়েছিল আরাবুলকে। লোকসভা নির্বাচনের সময় আরাবুল ইসলাম সংশোধনাগারে ছিলেন। সেই সময় সংশ্লিষ্ট এলাকায় দলের হয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন শওকত মোল্লা। তাৎপর্যপূর্ণভাবে ভাঙড়ে লোকসভায় ভালো মার্জিন পেয়েছে তৃণমূল।
প্রসঙ্গত, শওকত মোল্লা আরাবুলের বিরুদ্ধে খুনের চক্রান্ত করার অভিযোগ তুলেছিলেন। এই প্রসঙ্গে তাঁর নাম না নিয়ে আরাবুল বলেন, 'আমি জীবনে রাজনীতিতে কাউকে খুনের চক্রান্ত করিনি। যে বা যারা এই কথা বলছে, তাদের নিয়ে পুলিশি তদন্ত চাইব। যারা একথা বলে বেড়াচ্ছে তারা আগামীদিনে বুঝবে।'