• ​​ট্রেন থেকে নেমে বাড়ি ফেরার পথে খুন KMC কর্মী
    এই সময় | ০৪ জুলাই ২০২৪
  • এই সময়, ব্যান্ডেল: জনবহুল এলাকায় দুষ্কৃতীদের গুলিতে খুন হয়ে গেলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হাওড়া-ব্যান্ডেল শাখার ব্যান্ডেল স্টেশনের কাছে। কাজ সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে খুন হন লালবাবু গোয়ালা (৪৮)। ব্যান্ডেলের নিউ কাজিডাঙা এলাকার বাসিন্দা লালবাবু কলকাতা পুরসভার কর্মী।এ দিন ব্যান্ডেল স্টেশনে নেমে হেঁটে কুলিপাড়ার কাছে যাওয়ার সময় তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে দুষ্কৃতীরা। বুকের বাঁ দিকে গুলি বিঁধে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা দ্রুত চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ কমিশনার অমিত পি জাভালগি ঘটনাস্থলে আসেন।

    সেখানে পৌঁছয় চন্দননগর পুলিশ কমিশনারের পুলিশ বাহিনী। স্থানীয়দের সঙ্গে কথা বলার পর লালবাবুর বাড়ির লোককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান, পুরোনো শত্রুতার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। অতীতে লালবাবুর অপরাধ যোগ ছিল বলেও জানতে পেরেছে পুলিশ। তাতে জেল খাটতেও হয় তাঁকে। পুলিশ কমিশনার বলেন, ‘খুনের কারণ এখনও স্পষ্ট নয়। সবদিক খতিয়ে দেখা হচ্ছে।’

    এ দিন ব্যান্ডেল স্টেশনের রাস্তা ধরেই কুলিপাড়ায় বাড়ির দিকে যাচ্ছিলেন লালবাবু। বৃষ্টিতে রাস্তায় লোকজন বিশেষ ছিল না। আচমকাই দুষ্কৃতীরা সামনে থেকে তাঁকে গুলি করে চম্পট দেয়। গলির মুখেই রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল ওই ব্যক্তির মৃতদেহ। তবে স্থানীয়রা জানিয়েছে তারা কোনও গুলির শব্দ পায়নি। কাউকে পালাতেও দেখেনি।

    হাসপাতাল সূত্রে খবর, গুলির ক্ষতের ধরন দেখে মনে করা হচ্ছে দেশি বন্দুক দিয়েই গুলি করা হয়। যে বা যারা গুলি করেছিল তারা বহিরাগত বলে মনে করছে পুলিশ। ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পীযূষ ধর জানান, বাড়ি থেকে কিছুটা দূরে রক্তাক্ত অবস্থায় রাস্তার উপরে পড়েছিলেন লালবাবু। কয়েকজন ছাত্রছাত্রী দেখতে পেয়ে বাড়িতে খবর দেয়।

    পীযূষ বলেন, ‘লালবাবু কলকাতা কর্পোরেশনের কাজ করতেন। কী কারণে তাঁকে গুলি করল দুষ্কৃতীরা তা বুঝতে পারছি না।’ চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, ‘সাংবাদিকদের থেকে খবর পেয়েছি। পুলিশকে অনুরোধ করব যাতে খুনের দ্রুত কিনারা হয়।’

    কয়েক বছর আগে প্রকাশ্য দিবালোকে ব্যান্ডেল স্টেশনের সামনে দুষ্কৃতীদের গুলিতে এ ভাবেই খুন হন ব্যান্ডেলের তৃণমূল নেতা দিলীপ রাম। গোটা ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
  • Link to this news (এই সময়)