আড়িয়াদহে ‘গণপিটুনি’র ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত
আজকাল | ০৪ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: আড়িয়াদহ কাণ্ডে অবশেষে গ্রেপ্তার মূল অভিযুক্ত। প্রসঙ্গত, গত সোমবার আড়িয়াদহে মা–ছেলেকে ‘গণপিটুনির’ ঘটনায় আট জনকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু মূল অভিযুক্ত জয়ন্ত সিং ছিল ফেরার। এদিকে, বেলঘরিয়া থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে ডানলপে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের সামনে এক জনের সঙ্গে দেখা করতে আসবে জয়ন্ত। এরপর বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় জয়ন্তকে। আজই তাঁকে আদালতে তোলা হবে। প্রসঙ্গত, গত সোমবার বেলঘরিয়ার আড়িয়াদহের বাসিন্দা এক প্রৌঢ়া ও তাঁর ছেলেকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। জানা যায়, কলেজ পড়ুয়া সায়নদীপ পাঁজার সঙ্গে কিছু একটা বিষয় নিয়ে পাড়ারই ছেলেদের বচসা হয়েছিল। সাময়িকভাবে বিষয়টা মিটেও যায়। সোমবার সন্ধেয় বাড়ির সামনেই বসেছিলেন সায়নদীপ। অভিযোগ, তখন ৮–১০ জন যুবক তাঁর ওপর হামলা চালায়। ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর মাও। ঘটনার সিসিটিভি ফুটেজ হাতে পায় পুলিশ। মূল অভিযুক্তের তালিকায় উঠে আসে জয়ন্ত সিংয়ের নাম। এই ঘটনায় অভিযুক্ত আট জনকে আগেই গ্রেপ্তার করেছিল পুলিশ। অবশেষে বৃহস্পতিবার সকালে বেলঘরিয়া থানার পুলিশ গ্রেপ্তার করে মূল অভিযুক্ত জয়ন্তকে।