শুক্রবার বিধানসভায় বিশেষ অধিবেশন, কাটতে পারে সায়ন্তিকা-রেয়াতের শপথ জট...
আজকাল | ০৪ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: সদ্য জয়ী দুই বিধায়কের শপথ জট কাটার সম্ভাবনা নিয়ে শুক্রবার বিধানসভায় বিশেষ অধিবেশন। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশেষ অধিবেশনের কথা জানালেন স্পিকার বিমান ব্যানার্জি। ওইদিন বিএ কমিটির বৈঠক হওয়ার কথা। স্ট্যান্ডিং কমিটির সদস্যদের মেয়াদ বৃদ্ধি নিয়েও আলোচনা হতে পারে বিশেষ অধিবেশনে। শুক্রবারই কি তবে কাটতে চলেছে সায়ন্তিকা-রেয়াতের শপথ জট, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা। এদিকে, শপথ জট এখনও না কাটায় বৃহস্পতিবারও বিধানসভায় ধরনায় বসেন সায়ন্তিকা ও রেয়াত।