বিদ্বজ্জনদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের খবর ভ্রান্ত
আজকাল | ০৪ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: আজ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিদ্বজ্জন অথবা বুদ্ধিজীবীদের সঙ্গে বিকেলে বৈঠকে বসছেন এবং নানা বিষয়ে মতামত নেবেন বলে একটি খবর প্রচারিত হয়েছে কয়েকটি সংবাদ মাধ্যমে। এটি ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক, জানিয়েছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। প্রকৃত ঘটনা হল, একটি গণসংগঠনের তরফ থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয়েছিল। তিনি তাঁদের সময় দিয়েছেন, দেখা করবেন। এর সঙ্গে মুখ্যমন্ত্রী সব শ্রদ্ধেয় বুদ্ধিজীবীদের ডেকেছেন এবং সাম্প্রতিক নানা বিষয়ে মতামত নেবেন বলে যে ধারণা ছড়ানো হচ্ছে, তার সম্পর্ক নেই। মুখ্যমন্ত্রী কাউকে এমন বৈঠকে আমন্ত্রণ জানাননি। তিনি শুধু ঐ সংগঠনের অনুরোধে তাদের সঙ্গে দেখা করবেন।