আজকাল ওয়েবডেস্ক : গুরুতর অসুস্থ মুকুল রায়। বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছেন। অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে । এর আগেও বেশ কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই প্রবীণ নেতা। ফের একবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন তিনি।