টানা ৭ দিন ১৫ জেলায় মাঝারি বৃষ্টির সতর্কতা, ৫ জেলায় দুর্যোগের অ্যালার্ট
আজ তক | ০৪ জুলাই ২০২৪
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় টানা বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। বৃহস্পতিবার দুপুরে আলিপুর আবহাওয়া দফতর তাদের পূর্বাভাসে জানিয়েছে, আগামীকাল শুক্রবার থেকে বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা-সহ ১৫টি জেলায়। যার মধ্যে দুই ২৪ পরগণা, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মূর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও নদিয়ায়।
এদিন কলকাতার আকাশ মূলত মেঘলা। এদিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে তবে দুপুর পর্যন্ত বৃষ্টি হয়নি কলকাতায়। রাজ্যে এখন মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকার পাশাপাশি বাংলাদেশের উপর থাকা ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। এছাড়াও মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত অক্ষরেখা সক্রিয় রয়েছে। এর প্রভাবেই রাজ্যজুড়ে মেঘলা আকাশ ও বৃষ্টির পরিস্থিতি রয়েছে।
তবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে কলকাতায়। রাজ্যে এখন মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকার পাশাপাশি বাংলাদেশের উপর থাকা ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। এই সিস্টেম নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত অক্ষরেখা সক্রিয় রয়েছে। এর প্রভাবেই রাজ্যজুড়ে মেঘলা আকাশ ও বৃষ্টির পূর্বাভাস।
পাশাপাশি, উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত অতিভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। সোমবার থেকে বৃষ্টি কমবে।
আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯২ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে ৯.১ মিলিমিটার।