বিএসএফের গুলিতে আহত যুবকের নাম তাজমুল হোসেন। তিনি বাংলাদেশের ঠাকুরপুকুর গ্রামের বাসিন্দা। রাতের অন্ধকারে বিএসএফের (BSF) ৩২ নম্বর ব্যাটেলিয়ানের অধীনে থাকা সীমান্তের জিরো পয়েন্টে চলে আসেন যুবক। আহত তাজমুলের সঙ্গে আরও কয়েকজন ছিল বলে জানিয়েছে বিএসএফ। ভারতে (India) অনুপ্রবেশের চেষ্টা রুখতে গুলি চালায় জওয়ানরা। তাজমুলের পায়ে গুলি লাগে। যুবক গুলিবিদ্ধ হলে তাঁকে উদ্ধার করে হাসাপাতালে নিয়ে আসেন জওয়ানরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কোনও কিছু পাচারের উদ্দেশ্যেই তাঁরা একসঙ্গে জিরো পয়েন্ট এলাকায় ঘোরাঘুরি করছিলেন।
সম্প্রতি, বাংলাদেশ-ভারত সীমান্তে পাচারকারীদের উৎপাত বেড়েছে। গেদে সীমান্ত হয়ে বাংলাদেশে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস থেকে বিপুল পরিমানে সোনার বিস্কুট পাচার আটকেছে বিএসএফ। তার পর থেকেই নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই আবহেই এবার বিএসএফের (BSF) গুলিতে আহত হলেন এক বাংলাদেশি। ঠিক কী কারণে যুবকের দল জিরো পয়েন্ট এলাকায় এসেছিল তা খতিয়ে দেখছে বিএসএফ ও পুলিশ।