উপনির্বাচনের দিন ৪ কেন্দ্রের সরকারি অফিস ছুটি, কী নির্দেশ বেসরকারি ক্ষেত্রে?
এই সময় | ০৪ জুলাই ২০২৪
১০ জুলাই রাজ্যে চারটি কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। NIA অ্যাক্ট অনুযায়ী ওইদিন চারটি কেন্দ্রের অধীনে সরকারি অফিসগুলিতে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন।রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা কেন্দ্রে আগামী ১০ জুলাই, বুধবার রয়েছে উপনির্বাচন। সরকারি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ওই বিধানসভা এলাকার অধীনে থাকা সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান, স্কুল, দফতর, সংস্থায় ছুটি থাকবে। এমনকি, ওই এলাকার অধীনস্থ বেসরকারি প্রতিষ্ঠানেও যাঁরা কাজ করবেন, তাঁরা পেড লিভ নিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এই মর্মে বেসরকারি প্রতিষ্ঠানগুলিকেও প্রয়োজনীয় নির্দেশিকা দেওয়া হচ্ছে।
পাশাপাশি, যাঁরা এই বিধানসভা এলাকায় থাকেন এবং বিধানসভা এলাকার বাইরে কোনও প্রতিষ্ঠান বা সংস্থায় কাজ করেন, তাঁরাও এই নিয়মে পেড লিভ নিয়ে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। এই কেন্দ্রগুলোর মধ্যে কোনও কেন্দ্রে পুনর্নির্বাচন ঘোষণা হলেও ছুটির সুযোগ পাওয়া যাবে। এর পাশাপাশি, নির্বাচনের দায়িত্বে থাকা সরকারি আধিকারিকরা কোনও কেন্দ্রে ভোটে বিলম্ব হলে পরদিন কাজে যোগ দিতে যাওয়ার ক্ষেত্রে সমস্যা হলে তাঁরাও স্পেশাল লিভ-এর জন্য আবেদন করতে পারবেন।
রাজ্য সরকারের বিজ্ঞপ্তি
উল্লেখ্য, এমনিতেই ২০২৪ সালে এনআই অ্যাক্ট অনুযায়ী ব্যাঙ্ক ও বিমা কর্মীদের তিনদিন ছুটি বাড়ানো হয়েছে। ১ জানুয়ারি, ২৬ অগাস্ট জন্মাষ্টমী এবং ৭ নভেম্বর ছট এই তিনদিন রাজ্য সরকারের সমস্ত অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং সংস্থার কর্মীরা তো বটেই ব্যাঙ্ক এবং বিমা পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের ছুটি ঘোষণা করা হয়েছিল।
উল্লেখ্য, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা কেন্দ্রের বিধায়করা পদত্যাগ করার কারণে এই তিনটি কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। রায়গঞ্জ কেন্দ্রের পূর্ববর্তী বিধায়ক কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মুকুটমণি অধিকারী পদত্যাগ করেছেন এবং বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন। অন্যদিকে, বাগদা কেন্দ্রের বিধায়ক গত লোকসভা নির্বাচনে বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়েন। লোকসভা নির্বাচনের আগেই তিনি বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছিলেন। এদিকে, মানিকতলা কেন্দ্রের বিধায়ক সাধন পাণ্ডে ২০২২ সালে প্রয়াত হন। কিন্তু, এই কেন্দ্রের নির্বাচন নিয়ে মামলা চলার কারণে উপনির্বাচন আটকে ছিল। আগামী ১০ জুলাই সেখানেও উপনির্বাচন সংগঠিত হচ্ছে। চারটি কেন্দ্রেই ইতিমধ্যে জোরকদমে প্রচার চালাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও কর্মী, সমর্থকরা।