• হাইকোর্টের নির্দেশে রবীন্দ্র সরোবরে সেলিব্রিটি ক্রিকেট লিগের আয়োজন আপাতত স্থগিত
    এই সময় | ০৫ জুলাই ২০২৪
  • কোনও বেসরকারি কাজে ব্যবহার করা যাবে না রবীন্দ্র সরোবর লেক এলাকা। আপাতত সরোবরে 'ক্রিকেট লিগ'-এর আয়োজন বন্ধ করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। আগামী শুনানির আগে পর্যন্ত সরোবরে তারকাদের ক্রিকেট প্র্যাকটিস বন্ধ থাকবে।এদিন প্রধান বিচারপতি বলেন, 'রাজ্য অনেক কিছুই করতে পারে। ময়দানে সেনার জায়গাতে এমন অনেক কিছুর আয়োজন ওই এলাকাকে নষ্ট করছে। 'পাবলিক এরিয়া' কখনও বেসরকারি কাজে ব্যবহার হতে পারে না।'

    উল্লেখ্য, রবীন্দ্র সরোবরের ৯৮ কাঠা জমি তারকারা ক্রিকেট প্র্যাকটিসের জন্য ব্যবহার করতে পারবেন বলে নোটিশ দিয়েছিল কেএমডিএ। কিন্তু, 'সবুজ মঞ্চ' নামক সংগঠনের অভিযোগ ছিল, এই অনুমতি পাওয়ার পরেই একাধিক বৃক্ষছেদন করা হয়। সরোবরের চরিত্র বদল করা হচ্ছে বলেও অভিযোগ করে তারা। 'ক্যালকাটা এন্টারটেনমেন্ট ক্লাব ফাউন্ডেশন'-কে এর জন্য অনুমতি দেওয়া হয় এই উদ্যোগের জন্য। ওই ক্লাবের তিন ডিরেক্টরের মধ্যে একজন নামী অভিনেতাও রয়েছেন।

    জানা গিয়েছে, এই মামলায় রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। আগামী ২৫ জুলাই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হতে চলেছে। এর মধ্যে সরোবরের তারকাদের ক্রিকেট প্র্যাকটিসের উপর অন্তর্বতী স্থগিতাদেশ থাকছে। মামলাকারী আইনজীবী অভিষেক শিকদার ও শান্তনু চক্রবর্তী জানিয়েছেন, এপ্রিল থেকে এই অনুমোদন পাওয়ার পর একাধিক গাছ কাটা হয়। আর এই ঘটনার প্রতিবাদ করে সবুজ মঞ্চ। সবুজ বাঁচানোর জন্য তারা আদালতের দ্বারস্থ হয়েছেন।

    এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। ২৫ জুলাই এই মামলাটির পরবর্তী শুনানি হতে চলেছে। সবুজ মঞ্চের আবেদনের প্রেক্ষিতে ঠিক কী নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট, এখন সব নজর সেই দিকেই। উল্লেখ্য, রবীন্দ্র সরোবর লেক এলাকাকে শহরের ফুসফুস বলা হয়। ফলে রবীন্দ্র সরোবর লেক নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশের দিকে এখন সব নজর।
  • Link to this news (এই সময়)