• চোখের চিকিৎসায় বড় উদ্যোগ, মালদা হাসপাতালে চালু হল 'আই ব্যাঙ্ক'
    এই সময় | ০৫ জুলাই ২০২৪
  • মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের মুকুটে জুড়তে চলেছে আরও একটি পালক। চালু হচ্ছে আই ব্যাঙ্ক। এবার থেকে মালদা হাসপাতালে কর্নিয়ার অপারেশন করাতে পারবেন রোগীরা। উপকৃত হতে চলেছেন মালদা সহ দুই দিনাজপুর জেলার বাসিন্দারাও।বৃহস্পতিবার আই ব্যাঙ্কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এবার থেকে জেলাতেই সরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে রোগীদের দৃষ্টি ফেরানো সম্ভব হতে চলেছে। কর্নিয়া পরিবর্তন করা যাবে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালেও। এতদিন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ছিল না আই ব্যাঙ্ক। ফলে চোখের কর্নিয়ার অপারেশন সম্ভব হচ্ছিল না। জেলার রোগীদের এই চিকিৎসার জন্য বাইরে যেতে হত।

    দীর্ঘদিন ধরেই মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে আই ব্যাঙ্ক খোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল মেডিক্যাল কলেজ কতৃপক্ষ। অবশেষে সরকারি সিলমোহর পেল মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আই ব্যাঙ্ক। বিষয়টি নিয়ে ডঃ অনিল কুমার ঘাটা জানান, রাজ্যে প্রায় ১২ হাজার চক্ষু দানের প্রয়োজনীয়তা রয়েছে। তবে, আগের বছর মাত্র চার হাজার চক্ষু দান করা হয়। অনেকটাই ঘাটতি রয়েছে। এ ব্যাপারে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা রয়েছে। মৃত্যুর পর মানুষ যাতে চোখ দান করে যান, আরেকটি দৃষ্টিহীন মানুষ যাতে দৃষ্টি ফিরে পান, সে ব্যাপারে নাগরিকদের আরও বেশি করে সচেতন করতে হবে।

    উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, বাঁকুড়া মেডিক্যাল কলেজ, বর্ধমান মেডিক্যাল কলেজ এবং মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে আগেই এই আই ব্যাঙ্কের ব্যবস্থা করা হয়েছিল। তবে উত্তরবঙ্গে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরেই একটি আই ব্যাঙ্ক তৈরি করার আবেদন ছিল। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, বৃহস্পতিবার থেকেই চক্ষু অপারেশনের কাজ শুরু হয়ে যাচ্ছে।

    কলেজ কর্তৃপক্ষের তরফে চক্ষু দান করার নিয়মটিও জানিয়ে দেওয়া হয়। কোনও ব্যক্তির মৃত্যুর পর যদি চক্ষু দান করতে ইচ্ছুক থাকেন তাঁদের পরিবারের সদস্যরা, তাহলে আই ব্যাঙ্কের নম্বরে যোগাযোগ করা যেতে পারে। মেডিক্যাল কলেজ থেকে একটি টিম গিয়ে ‘আই বল’ সংগ্রহ করতে পারবেন। রোগীর মৃত্যুর সময় থেকে ৬ ঘণ্টার মধ্যে সেটি সংগ্রহ করতে হবে। উল্টোদিকে, মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে যাঁরা চক্ষু পরীক্ষা করতে যাবেন, তাঁদের কর্নিয়াল ব্লাইন্ডনেস থাকলে সেই সমস্ত রোগীদের নাম, ঠিকানা সহ যোগাযোগ নম্বর নোট করে রাখা হবে। আই ব্যাঙ্ক-এ চক্ষু দান করা হলে তাঁদের ক্রমানুযায়ী যোগাযোগ করা হবে হাসপাতালের তরফে।
  • Link to this news (এই সময়)