• বিধানচন্দ্র রায়ের ছবির পরিবর্তে বি আর আম্বেদকরের ছবি‌!‌ চিকিৎসক দিবসের মানপত্র নিয়ে বিভ্রান্তি...
    আজকাল | ০৫ জুলাই ২০২৪
  • মিল্টন সেন, হুগলি:‌ কিংবদন্তি চিকিৎসকের জায়গায় সংবিধান প্রণেতার ছবি। পালন করা হল চিকিৎসক দিবস। এখানেই শেষ নয়, ওই অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়েছে শহরের বিশিষ্ট একাধিক চিকিৎসককে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল চিকিৎসক মহলে। যদিও পুরসভার দাবি প্রিন্টিং মিসটেক! ১ জুলাই ধুমধাম করে চিকিৎসক দিবস পালন করে বৈদ্যবাটি পুরসভা। অনুষ্ঠানে শহরের বিশিষ্ট একাধিক চিকিৎসককে সংবর্ধনা দেওয়া হয়। হাতে তুলে দেওয়া হয় ফ্রেমে বাঁধানো সম্মাননা পত্র। কিন্তু বিভ্রান্তি সেই সম্মাননাপত্রে বিধানচন্দ্র রায়ের ছবির বদলে বি আর আম্বেদকরের ছবি। সেদিন অনুষ্ঠান মিটে যায়। সম্প্রতি প্রতিবাদ শুরু হয় সোস্যাল মিডিয়ায়। চিকিৎসক দিবসের দিন বৈদ্যবাটি পুরসভার তরফে শহরের একাধিক চিকিৎসকদের বাড়িতে গিয়ে সম্মান জানানো হয়। কাউন্সিলররা চিকিৎসকদের হাতে সেই সম্মান তুলে দিয়ে ছবিও তোলেন। ফ্রেমে বাঁধানো মানপত্রে ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে শুভেচ্ছা বার্তা। পাশে বি আর আম্বেদকরের ছবির নিচে রয়েছে চিকিৎসকদের সিম্বল। বিষয়টি নজরে পড়তেই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানান চিকিৎসক দীপ্তেন চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘‌চিকিৎসক দিবস সারা দেশেই পালিত হয়। বৈদ্যবাটি পুরসভাও পালন করেছে। কিন্তু চিকিৎসকদের সম্মান জানাতে গিয়ে বড় ভুল করেছে তারা। কে বিধান রায় আর কে আম্বেদকর তা চিনতে পারেনি। আম্বেদকর হলেন সংবিধান প্রণেতা আর বিধান রায় পশ্চিমবঙ্গের রূপকার কিংবদন্তি একজন চিকিৎসক। তাঁর জন্মদিনে সম্মান। আর তাঁরই ছবি নেই। এতজন কাউন্সিলর, পুরসভার কর্মী, চেয়ারম্যান কারও নজরে পড়ল না?’‌ 

    ছবি:‌ পার্থ রাহা
  • Link to this news (আজকাল)