• কলেরা ছড়াচ্ছে শহরে, বেশি আক্রান্ত কমবয়সীরা
    আজকাল | ০৫ জুলাই ২০২৪
  • বিভাস ভট্টাচার্য: ফিরে এল কলেরার আতঙ্ক। কলকাতায় গত দেড় মাসে বেশ কয়েকজন কলেরা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। রবিবার বাগুইআটির এক যুবক এই রোগে আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডিতে ভর্তি হয়েছেন। তাঁর মায়ের শরীরেও রোগের লক্ষণ পাওয়া গিয়েছে বলে জানা যায়। এই রোগী ছাড়াও ইতিমধ্যেই কলেরায় আক্রান্ত হয়ে আরও বেশ কয়েকজন রোগী বেলেঘাটা আইডিতে ভর্তি ছিলেন। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, ৫০ বা তার কাছাকাছি সংখ্যক কলেরা রোগী বেলেঘাটা আইডিতে চিকিৎসাধীন ছিলেন। 

    অধিকাংশই ১৫ থেকে ৩০ বছর বয়সী মধ্যে বলে জানা গিয়েছে। 

    এবিষয়ে বেলেঘাটা আইডি'র মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. বিশ্বনাথ শর্মা সরকার বলেন, 'বেশিরভাগ কলেরা রোগীই অল্পবয়সী। সংক্রমণের মাত্রা প্রায় সকলেরই মৃদু থেকে মাঝারি। তিন থেকে চারদিনের মধ্যে সকলেই সুস্থ হয়ে ফিরে গেছেন। একটি মৃত্যুর ঘটনা ঘটেছিল। ২৭ বছরের এক যুবক মারা গেছেন। যদিও সেটা সম্প্রতি ঘটেনি। ঐ যুবককে যখন হাসপাতালে আনা হয়েছিল তখন তাঁর অবস্থা খুবই সঙ্গীন ছিল।'

    কলেরার মূল কারণ হল দূষিত জল পান করা। ডা. বিশ্বনাথ শর্মা সরকার বলেন, 'দেখা যাচ্ছে একজন যখন অন্য কোথাও কোনও দূষিত খাবার খাচ্ছেন তখন তিনি তার সঙ্গে দূষিত জলও পান করছেন। এর ফলেই রোগের আক্রমণের শিকার হচ্ছেন।'  যদিও এবছরই প্রথম নয়। গত বছরও বেশ কয়েকজন কলেরা রোগী বেলেঘাটা আইডিতে চিকিৎসার জন্য এসেছিলেন বলে তিনি জানান।
  • Link to this news (আজকাল)