বাঁকুড়া শহরে শূকরের দাপট! প্রাণ গেল অশীতিপর বৃদ্ধার
প্রতিদিন | ০৫ জুলাই ২০২৪
টিটুন মল্লিক, বাঁকুড়া: দিনভর শূকরের দাপট। শূকরের কামড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনাস্থল বাঁকুড়ার ২০ নম্বর ওয়ার্ড। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, মৃতার নাম করুণা কর্মকার। তাঁর বয়স ৮৭ বছর। বাঁকুড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের লালবাজারের বাসিন্দা ওই বৃদ্ধা। বাড়িতে একাই থাকতেন বৃদ্ধা। মূলত পাড়ার লোকেরাই ছিল তাঁর ভরসা। মাঝে মধ্যে ছেলে-মেয়ে গিয়ে দেখা করে আসতেন। সূত্রের খবর, গত কয়েকদিনে বাঁকুড়ার ২০ নম্বর ওয়ার্ডে দাপট বেড়েছে শূকরের। তা নিয়ে রীতিমতো আতঙ্কে এলাকার বাসিন্দারা। মাঝে মধ্যেই ঢুকে পড়ছিল বাড়িতে। কখনও আবার খাবারের সন্ধানে চলে যাচ্ছিলেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।
এসবের মাঝেই দিন কয়েক আগে শূকর কামড় দেয় করুণা কর্মকার নামে ওই বৃদ্ধাকে। কার্যত ক্ষতবিক্ষত করে দেয়। প্রতিবেশীরা টের মাত্রই তাঁকে উদ্ধার করে নিয়ে যায় বাঁকুড়া মেডিক্যাল কলেজে। সেখানেই শুরু হয় চিকিৎসা। তবে শেষরক্ষা হয়নি। হাসপাতালে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রবল উদ্বেগে এলাকার বাসিন্দারা। প্রশাসনের পদক্ষেপের আশায় স্থানীয়রা।