• কাটল শপথ জট, বিধানসভার অধ্যক্ষকে এড়িয়ে ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিল রাজভবন
    প্রতিদিন | ০৫ জুলাই ২০২৪
  • কৃষ্ণকুমার দাস ও ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: দীর্ঘ টালবাহানার পর অবশেষে কাটল নবনির্বাচিত বিধায়কদের শপথ জট।বিধানসভার স্পিকারকে এড়িয়েই ডেপুটি স্পিকারকে শপথবাক্য পড়ানোর দায়িত্ব দিল রাজভবন। শুক্রবার বিধানসভার বিশেষ অধিবেশনে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারকে শপথ পাঠ করানোর দায়িত্ব উপাধ্যক্ষ (Deputy Speaker) আশিস বন্দ্যোপাধ্যায়ের। যদিও অধ্যক্ষকে এড়িয়ে কেন এই তাঁকে দায়িত্ব দিল রাজভবন, তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে রাজভবনের এই সিদ্ধান্তে শপথ জট কাটল, তা নিশ্চিত। বৃহস্পতিবার রাতে রাজভবনের (Raj Bhawan) তরফে সোশাল মিডিয়ায় পোস্ট করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)