পারিবারিক বিবাদের জের, স্বামীকে গলা টিপে খুন করল স্ত্রী
আজকাল | ০৫ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: পারিবারিক বিবাদের জেরে নিজের স্বামীকে খুন করার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে সালার থানার কাগ্রাম মীরপাড়া গ্রামে। পুলিশ সূত্রে খবর, কাগ্রাম মীরপাড়া গ্রামের বাসিন্দা চন্দন শেখের সঙ্গে কয়েক বছর আগে বিয়ে হয়েছিল তালিবপুর গ্রামের বাসিন্দা খাদিজা বিবির। মাঝে মধ্যেই বিবাদ লেগে থাকত স্বামী স্ত্রীয়ের মধ্যে। মৃত চন্দন শেখের ভাই বলেন, 'বৃহস্পতিবার বিকেলে আমরা দেখতে পাই আমার ভাইয়ের ঘরের দরজা বন্ধ।
ঘর থেকে কোনও সাড়াশব্দ না পেয়ে দরজার একটি ফুটো দিয়ে আমি দেখতে পাই আমার ভাইয়ের স্ত্রী তার গলা টিপে ধরে বসে আছে। দরজা ধাক্কা দিয়ে খুলতেই খাদিজা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে গ্রামবাসীরা তাকে ধরে ফেলে। আমাদের অনুমান ভাইয়ের সাথে কোনও কিছু নিয়ে বিবাদ হওয়ার পর খাদিজা তাঁকে গলায় গামছা পেঁচিয়ে খুন করেছে।' চন্দন শেখকে খুনের অভিযোগে ইতিমধ্যেই সালার থানার পুলিশ খাদিজা বিবিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।