রাতের অন্ধকারে ইলিশ চুরি, বাদ গেল না পমফ্রেট-ভেটকি-ডিমও
এই সময় | ০৫ জুলাই ২০২৪
ইলিশ লুটে-পুটে নিয়ে গেল চোর! মাথায় হাত দোকানদারের। শুধু ইলিশ নয়, ডিম-মাছ কিছু বাদ দেয়নি 'করিত-কর্মা' চোর। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরে। পুলিশ ফাঁড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে অবস্থিত মাছ এবং ডিমের দোকান সহ মোট চারটি দোকানে এই চুরির ঘটনা ঘটেছে। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।স্থানীয় সূত্রে খবর, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান চক বাজারের ব্যবসায়ীরা। পরে রাতেই তাঁরা জানতে পারেন দোকানের তালা ভাঙা হয়েছে। তড়িঘড়ি তাঁরা সেখানে আসেন। ঘটনাস্থলে পৌঁছে তাঁরা দেখতে পারন ডিম, মাছ সবকিছু গুটিয়ে নিয়ে ধাঁ চোর।
মাছ ব্যবসায়ী মনসা ধীবর শুক্রবার সকালে চুরির খবর পেয়ে তড়িঘড়ি দোকানে যান। তাঁর প্রথম নজর যায় ইলিশের দিকে। কিন্তু, একটি ইলিশও ফেলে যায়নি। সঙ্গে করে নিয়ে গিয়েছে ভেটকি সহ অন্যান্য মাছও। এই দৃশ্য দেখে মাথায় হাত মনসার। তিনি বলেন, ‘আমি ইলিশগুলো গচ্ছিত করে রেখেছিলাম। সপ্তাহান্তে ইলিশের বেশ চাহিদা থাকে। দামও ভালো পাওয়া যায়। কিন্তু, কী ভাবে যে চোর টের পেল! একটা মাছও ছাড়েনি। সব কিছু নিয়ে গিয়েছে।’
অন্যদিকে, ডিম ব্যবসায়ী শেখ মেহের আলিও বিষ্মিত। তিনি বলেন, 'দীর্ঘ সময় ধরে পরপর চারটি দোকানে লুঠপাঠ চালিয়েছে। আমার দোকান থেকে নগদ টাকা, প্রয়োজনীয় কাগজপত্র খোয়া গিয়েছে। এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের স্বার্থে পুলিশি নিরাপত্তা বাড়ানো এবং সিসিটিভি লাগানোর দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে।'
ব্যবসায়ী জয়দেব ধীবর বলেন, 'চুরির ঘটনা এর আগেও ঘটেছে। বাজারের সামনে পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও বারবার চুরির ঘটনা ঘটছে। এই বাজারে কোনও সিভিক ভলান্টিয়ারও পাহারা দেয় না।'
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলর রাজীব দে। তিনি পুলিশের বিরুদ্ধে এদিন ক্ষোভ প্রকাশ করেন। তাঁর কথায়, ' সন্ধ্যার পর থেকে এই চক বাজার মদ-গাঁজার ঠেকে পরিণত হয়। পুলিশকে এই বিষয়ে জানালেও কোনও কাজ হয়নি। আগে রাতে এই বাজারে ডিউটিতে ছিলেন সিভিক ভলান্টিয়াররা। কিন্তু, এখন আর তাঁদের দেখা পাওয়া যায় না। যে বা যারা এই চুরির সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে গ্রেফতারির দাবি জানাচ্ছি।' এই ঘটনায় অন্যান্য ব্যবসায়ীদের মধ্যেও তীব্র আতঙ্ক।
এদিকে এই ঘটনা প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সিদ্ধার্থ দর্জি জানান, পুলিশ ঘটনাটির তদন্ত করছে। তাঁর আরও বক্তব্য, 'রাতে পুলিশের মোবাইল ভ্যান টহল দেয়। অনেক বড় জায়গা। এক একটা দোকান ঘোরা মুশকিল। তবে এই চুরির ঘটনায় তদন্ত করা হচ্ছে।'