• পুলিশ স্টেশন ট্যুরিজম, থানার ভিতরে হরিণ উদ্যান
    আজকাল | ০৫ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পুলিশ স্টেশন ট্যুরিজমের কথা আপনি কখনো ভেবেছেন? হ্যাঁ ঠিক শুনেছেন ,পুলিশ স্টেশন ট্যুরিজম ।কোন বিপদে পড়ে নয়, শুধুমাত্র ভ্রমণের জন্যই থানায় আসা। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সঙ্গে কমবেশি অনেকেরই পরিচয় আছে। ৯২-এ পুলিশের গুলিতে ৭ জনের মৃত্যু, সন্ত্রাসের চোখ রাঙানি, বোমা গুলি রাজনৈতিক সংঘর্ষে কুখ্যাত এক এলাকা।আদতে ব্রিটিশ আমলের মস্ত বড় নীলকুঠি এখন থানায় রূপান্তরিত। থানার ভেতরের হরিণ উদ্যান আর মেহেগিনির জঙ্গলের ভেতর, পুকুর পাড়ে পথ চলা শুরু করেছে 'আনন্দ আশ্রম'। সেখানে বাউলেরা সুর তোলেন মাটির ঘ্রাণে, মানুষের কলতানহীন আশ্রমে নানান পাখি, ঝাঁক বেঁধে আসা মাছের দল দেখতে দেখতে সকাল গড়িয়ে বেলা হয়ে যায় পর্যটকদের। পর্যটকদের সুবিধার্থে মাস দুয়েক আগে শুরু হয়েছে সবার জন্য ক্যান্টিন 'খোলা হাওয়া'।  প্রায় সমস্ত ধরনের পছন্দের খাবার এর জন্য সুনাম অর্জন করেছে। শুধুমাত্র অভাব ছিল অতিথিদের রাখবার উপযুক্ত জায়গার। এখন সে অভাবও দূর হয়েছে। আগত অতিথিদের থাকবার দুটি বাতানুকূল কক্ষের শুভ উদ্বোধন করেছেন পুলিশ সুপার । একটি 'সুখনীড়' অপরটি 'শান্তিনীড়'। যেকোনো স্ট্যান্ডার্ড হোটেলের থেকে মনোরম। তাই হাজারদুয়ারী মতিঝিলের সাথে হতেই পারে ডেস্টিনেশন থানা।
  • Link to this news (আজকাল)