জট কাটিয়ে বিধানসভার স্পিকারের হাত ধরে শপথ নিলেন সায়ন্তিকা, রায়াত...
আজকাল | ০৫ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: অবশেষে মিটল শপথ জট। বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জির হাত ধরেই বিধায়ক পদে শপথ নিলেন উপনির্বাচনে জয়ী দুই প্রার্থী রায়াত হোসেন এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ঠিক ছিল বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় শপথ বাক্য পাঠ করাবেন দুই বিধায়ককে। কিন্তু শেষ মুহুর্তে পরিকল্পনা বদলে যায়। প্রথমেও ডেপুটি স্পিকার শপথবাক্য পাঠ করাতে রাজি ছিলেন না। পরে নিমরাজি হলেও শেষে তিনি জানিয়ে দেন, বিধানসভায় স্পিকারের উপস্থিতিতে তিনি শপথবাক্য পাঠ করাতে পারবেন না।
তাঁর অনুরোধেই স্পিকার বিমান ব্যানার্জি শপথবাক্য পাঠ করান সায়ন্তিকা, রায়াতকে। প্রথমে শপথবাক্য পাঠ করানো হয় ভগবানগোলার জয়ী বিধায়ক রায়াত হোসেনকে। এরপর শপথ নেন বরাহনগরের জয়ী বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। দুই বিধায়ক শপথ নেওয়ার সময় জয় বাংলা স্লোগান তোলেন বিধানসভায় উপস্থিত তৃণমূল বিধায়করা। শুক্রবার সকালেই জানা যায়, এদিন বিধানসভায় শপথ নেবেন বিধানসভা নির্বাচনে জয়ী দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন। বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।