পুরুলিয়ার গ্রামে সরকারি বিদ্যালয়ে শুরু হল স্মার্ট ক্লাসরুম ...
আজকাল | ০৫ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: পুরুলিয়ার গ্রামাঞ্চলের এক সরকারি বিদ্যালয়ে শুরু হল স্মার্ট ক্লাসরুম। বৃহস্পতিবার বিকেলে পুরুলিয়া-২ ব্লকের গেংগাড়া প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট ক্লাসের সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত এবং অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) আদিত্য বিক্রম হিরানি। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পড়ুয়া,শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার চক্রবর্তী জানান, একটি ব্যাঙ্কের সি.এস.আর ফান্ড থেকে এই স্মার্ট ক্লাস রুমের কাজ হয়েছে। পাশাপাশি এদিন বিদ্যালয় চত্বরে একটি পরিশ্রুত পানীয় জলের প্রকল্পেরও উদ্বোধন করা হয়।