রবীন্দ্র সরোবরে ক্রিকেট অনুশীলন নয়, জানিয়ে দিল হাইকোর্ট...
আজকাল | ০৫ জুলাই ২০২৪
কৌশিক রায়
এই স্থলভাগের মধ্যে বিভিন্ন ক্লাব, সংগঠনকে কিছুটা করে জায়গা দিয়ে দিচ্ছে কেএমডিএ। সেই জায়গায় সবুজায়ন না হয়ে তা ব্যবহৃত হচ্ছে অন্য কাজে। ফলে, দিন দিন কমে যাচ্ছে সবুজের পরিমাণ।' লেক লাভার্স ফোরাম নামে এক সংগঠনের তরফে জাতীয় পরিবেশ আদালতে আর একটি মামলা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, রবীন্দ্র সরোবরের ভেতর কোনও ক্লাব বা সংগঠনকে জায়গা দেওয়ার এক্তিয়ারই নেই কেএমডিএ-র। অভিযোগ, বিভিন্ন উদ্দেশ্যে এই জায়গা দেওয়া হচ্ছে সম্পূর্ণ বেআইনিভাবেই। কলকাতা পূরসভার মেয়র পারিষদ উদ্যান দেবাশিস কুমার জানান, 'আদালত যা সিদ্ধান্ত জানিয়েছে সেটাকে আমাদের মান্যতা দিতে হবে। তবে পুরো সিদ্ধান্ত না জেনে কোনো প্রতিক্রিয়া দিতে পারছি না।'