• জুলাইয়ে সপ্তাহে দু’দিন কলকাতা-দিঘা স্পেশ্যাল ট্রেন, জেনে নিন সময়সূচি
    এই সময় | ০৬ জুলাই ২০২৪
  • ঝিরিঝিরি বৃষ্টি, সঙ্গে মাছ ভাজা। সমুদ্রের ধারে বসে এহেন মনোরম পরিবেশে সপ্তাহের শেষে কিছুটা সময় কাটাতে কে না চান? সমুদ্রের কথা বলতে প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে দিঘার কথা। শনি-রবি ছুটি থাকলেই ব্যাগ গুছিয়ে বাঙালির অন্যতম প্রিয় ভ্রমণ স্থানে ছুটে যান অনেকেই। তবে, বেড়াতে যাওয়ার আগে প্রথম চিন্তাই থাকে ট্রান্সপোর্ট। তিলোত্তমার বাসিন্দাদের জন্য এবার দারুণ সুযোগ আনছে পূর্ব রেল।পূর্ব রেলের তরফে কলকাতা থেকে দিঘা একটি বিশেষ ট্রেন পরিষেবা ট্রেন চালু করা হচ্ছে। ৩০০০ বার্থ এবং ১০ হাজার আসন বিশিষ্ট একটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেলের তরফে। কলকাতা স্টেশন থেকে দিঘা এবং ফিরতি পথে দিঘা থেকে কলকাতা স্টেশন পর্যন্ত এই ট্রেন চালু করা হচ্ছে। 03161 কলকাতা – দিঘা স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছে পূর্ব রেলের তরফে।

    ট্রেনের সময়সূচি কেমন?

    রেলের তরফে জানায় হয়েছে, চলতি সপ্তাহে আগামী ৭ জুলাই রবিবার থেকে এই বিশেষ ট্রেন চালু করা হচ্ছে। সপ্তাহে দুদিন অর্থাৎ শনিবার ও রবিবার এই ট্রেন চলবে। তবে, এই বিশেষ ট্রেন আগামী ৭ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত চলবে।

    কলকাতা স্টেশন থেকে প্রতি শনিবার ও রবিবার ট্রেনটি ছাড়বে দুপুর ২টো নাগাদ। ট্রেনটি দিঘা গিয়ে পৌঁছবে আনুমানিক সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে। ফিরতি পথে ওই দুই দিঘা থেকে ট্রেনটি ছাড়বে সন্ধ্যা ৭.১০ মিনিটে। যেটা আনুমানিক রাত ১১.৫৫ নাগাদ কলকাতা স্টেশন এসে পৌঁছবে। ট্রেনটি আন্দুল, উলুবেড়িয়া, বাগনান, মেছেদা, তমলুক এবং কাঁথি স্টেশনে উভয় দিকেই থামবে। এই ট্রেনটিতে সেকেন্ড সিটিং, স্লিপার ক্লাস, এসি, জেনারেল কোচ থাকছে।

    পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘কলকাতা থেকে সরাসরি দিঘা যাওয়ার জন্য পূর্ব রেল বিশেষ ব্যবস্থা নিচ্ছে। রবিবার থেকে এই বিশেষ পরিষেবা শুরু হচ্ছে। আপাতত ২৮ জুলাই পর্যন্ত এই ট্রেনের পরিষেবা পাওয়া যাবে।’

    তাহলে আর কী! শহরবাসীদের দিঘা যাওয়ার জন্য এবার একটি নতুন ট্রেন পরিষেবা চালু হল। যদিও, এই মাসটিই বিশেষ ট্রেনের পরিষেবা গ্রহণের সুযোগ পাবেন পর্যটকরা। এই নতুন পরিষেবায় ভালো চাহিদা থাকলে আগামী দিনে এই ট্রেন সারা বছর চালানো হতে পারে বলেও ভাবনাচিন্তা করা হতে পারে বলে মনে করছেন অনেকে।
  • Link to this news (এই সময়)