গুণধর ছেলের অত্যাচারে ঘরছাড়া, মালদায় গাছ তলাতেই দিন কাটছে বৃদ্ধার
এই সময় | ০৬ জুলাই ২০২৪
খোলা আকাশের নিচেই ঠাঁই তাঁর। মাথায় ঝড়-জল নিয়েই ঘরছাড়া অবস্থায় দিন কাটাতে হচ্ছে বৃদ্ধাকে। ‘গুণধর’ ছেলের অত্যাচারে করুণ অবস্থা মায়ের। পুলিশে অভিযোগ জানিয়েও লাভ হচ্ছে না। অসহায় অবস্থা ইংরেজবাজার পুরসভার বাসিন্দা গঙ্গা দেবীর।গত সাতদিন ধরে খোলা আকাশের নিচে, গাছ তলায় দিন কাটাচ্ছেন প্রৌঢ়া। নিজের ঘরে ঢুকতে পারছেন না। অভিযোগ, অকথ্য নির্যাতন করে ঘর থেকে মাকে তাড়িয়েছে ছেলে। স্থানীয়রা দয়া করে কেউ খেতে দিলে খাওয়া জুটছে। মারধর এতটাই যে প্রথমে আহত হয়ে পড়েছিলেন তিনি। স্থানীয়দের চেষ্টায় সুস্থ হয়ে ছেলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন থানায়। অভিযোগ জানিয়েছেন এলাকার কাউন্সিলরের কাছেও। তবে এখনও পর্যন্ত গাছের নিচেই রয়েছেন প্রৌঢ়া। ঘটনা ইংরেজবাজার পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কুলদীপ মিশ্র কলোনির।
গঙ্গা হরিজন নামের ওই মহিলার অভিযোগ, দিনের পর দিন তাঁর ওপর অত্যাচার চালায় তাঁর পুত্র মোহন হরিজন। তাঁর হাত ভেঙেছে, মাথা ফাটিয়েছে। সোনার গয়না টাকা কেড়ে নিয়েছে। এখন বাড়ির দলিল হাতাতে চাইছে। অসহায় মহিলার আরও এক সন্তান রয়েছে কিন্তু সে অন্যত্র থাকে সে আবার অসুস্থ। ফলে গঙ্গা হরিজন এখন গাছ তলাতেই রয়েছেন। ইংরেজবাজার থানায় অভিযোগ জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা বলছেন, নিয়মিত মারধর অত্যাচার করে ছেলে মায়ের ওপর। এখন বাড়ির দখল নিয়েছে মাকে তাড়িয়ে। অথচ সেই বাড়ি তাঁর মায়ের নামেই। এমনকি তাঁর মায়ের নামেই আবাস যোজনার টাকায় তৈরি হয়েছে বাড়ি। সেই ছেলে সর্বদা দলবল নিয়ে থাকে, স্থানীয় বাসিন্দারা বাধা দিলে তাঁদেরকেও হুমকি দেয়। তাঁদের দাবি, ওর পেছনে প্রভাবশালী কেউ মদত দিচ্ছে।
অন্যদিকে সেই বাড়িতে গেলে ছেলে মোহনকে ঘরে পাওয়া যায় নি। তাঁকে ফোন করা হলে সে সব অভিযোগ অস্বীকার করে। ঘটনার কথা স্বীকার করে এলাকার তৃণমূল কাউন্সিলর সুজিত সাহা জানান, এই বিষয়ে তিনি ব্যবস্থা নেবেন, পুলিশের সঙ্গেও কথা বলবেন যাতে মহিলাকে ঘরে ফেরানো যায়। তবে পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও এখনো গ্রেফতার হয়নি পুত্র মোহন হরিজন। সুজিত সাহা বলেন, ‘আমরা খবর পেয়েছি, ছেলেটি দীর্ঘদিন মায়ের উপর অত্যাচার করে।…থানায় যে ডায়েরি করা হয়েছে, সেই কপি আমি আজ পেয়েছি। থানায় কথা বলবো। স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও আলোচনা করে ওঁকে যাতে ঘরে ফেরানো যায়, সেই ব্যবস্থা করা হবে।’