শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে মারার অভিযোগ, আটক স্ত্রী
আজকাল | ০৬ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: শ্বশুরবাড়িতে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল মুর্শিদাবাদে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে রাণীনগর থানার মালিবাড়ী গ্রামে। ঘটনায় ইতিমধ্যেই রাণীনগর থানার পুলিশ জগন্নাথ বিশ্বাস নামে ওই মৃত ব্যক্তির স্ত্রী এবং তাঁর শ্বশুর-শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে খবর, বছর দশেক আগে জগন্নাথের সঙ্গে মালিবাড়ী গ্রামের বাসিন্দা বিশাখা বিশ্বাসের বিয়ে হয়। বিশাখাদেবী জগন্নাথের দ্বিতীয় পক্ষের স্ত্রী ছিলেন। অভিযোগ, প্রায়ই মদ্যপ অবস্থায় বাড়িতে আসতেন জগন্নাথ। এই অবস্থায় স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের সৃষ্টি হলে জগন্নাথবাবুকে মারধর করতেন বিশাখাদেবী এবং তাঁর বাবা-মা। অভিযোগ, বৃহস্পতিবার রাতে মদ খেয়ে জগন্নাথবাবু বাড়ি ফেরার পর ফের একবার তাঁকে মারধর করা হয়।
শুক্রবার সকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিবারের অভিযোগ, অতিরিক্ত মারধরের ফলে বাড়িতেই মৃত্যু হয়েছে জগন্নাথের। কিন্তু তাঁর স্ত্রী এবং শ্বশুর-শাশুড়ি সেই খবর কাউকে জানায়নি। পরে গ্রামবাসীরা গোটা ঘটনা জেনে ফেলায় জগন্নাথকে হাসপাতালে নিয়ে যাওয়া যায়। পাল্টা বিশাখাদেবী জানিয়েছেন, ‘আমার স্বামী গত বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তাঁকে ডাক্তারও দেখানো হয়েছিল। হঠাৎ তাঁর অবস্থার অবনতি হওয়ায় আমরা হাসপাতালে ভর্তি করি। সেখানে ডাক্তাররা আমার স্বামীকে মৃত বলে ঘোষণা করেন। ওঁকে কেউ মারধর করেনি’। রাণীনগর থানার এক আধিকারিক জানান, ওই ব্যক্তির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে বিশাখাদেবী এবং তাঁর বাবা-মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।