মিল্টন সেন: কাকা খুনের ঘটনায় ভাইপোকে গ্রেপ্তার করল পুলিশ। গত বুধবার সন্ধ্যায় দুষ্কৃতীর গুলিতে প্রাণ হারান কলকাতা পুরনিগমের কর্মী ললাবাবু গোয়ালা। অফিস থেকে ফেরার সময় নিউ কাজিডাঙায় নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে খুন হন তিনি। ঘটনায় তদন্ত শুরু করে চন্দননগর পুলিশের গোয়েন্দা বিভাগ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়। ঘটনার পরেই মৃত লালবাবুর পরিবারের তরফে তার ভাইপো আদিত্য গোয়ালার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় থানায়। অভিযোগ, কিছুদিন আগে লালবাবুর সঙ্গে ভাইপো আদিত্যর ঝামেলা হয়।
তখন জেঠুকে খুনের হুমকি দিয়েছিল আদিত্য। জানা গিয়েছে, খুনের ঘটনাস্থল থেকে আদিত্যর বাড়ি কয়েক সেকেন্ডের রাস্তা। পুলিশের দাবি, পারিবারিক সমস্যার জেরেই এই খুন করা হয়েছে। আদিত্য নিজেই খুন করেছে, নাকি শুটার ভাড়া করে খুন করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, লালবাবুর একাধিক বিবাহ। মদ খেয়ে গালিগালাজ করা তাঁর স্বভাব। সমাজবিরোধীদের সঙ্গে যোগাযোগের কারণে তাঁর জেল খাটারও ইতিহাস রয়েছে। এদিন আদিত্যকে চুঁচুড়া জেলা আদালতে তোলা হলে অভিযুক্তকে ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।