• আইবুড়ো ভাত খেয়ে শোকজের মুখে বিডিও
    আজকাল | ০৬ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পঞ্চায়েত অফিসে বসে আইবুড়ো ভাত।শোকজ করা হল বর্ধমান ১ নম্বর ব্লকের বিডিওকে। শুক্রবার পূর্ব বর্ধমানের জেলা শাসক কে রাধিকা আয়ার গোটা ঘটনা জানতে চেয়ে বিডিও রজনীশ কুমার যাদবকে চিঠি দিয়েছেন বলে জানা গিয়েছে। যদিও নিজে বিডিও এই বিষয়ে কোনও কথাই বলতে চাননি।
    চলতি সপ্তাহের বুধবার বিডিও রজনীশ কুমারের জন্য পঞ্চায়েত সমিতির অফিসের একটি ঘরে আইবুড়ো ভাত খাওয়ানোর ব্যবস্থা করা হয়। যেখানে উপস্থিত ছিলেন ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কাকলি তা। যে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল তাতে কাকলি তা'কে বিডিও প্রণাম করছেন সেই দৃশ্যও দেখা যায়। সামনের টেবিলে সাজানো রয়েছে পঞ্চব্যঞ্জন।
    সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও ঘিরে শুরু হয় তুমুল হৈচৈ। বিরোধী রাজনৈতিক দলগুলি সমালোচনায় মুখর হয়ে ওঠে। বিষয়টি জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের নজরে আসে। শেষপর্যন্ত শোকজ করা হয়েছে বিডিওকে।
    এই বিষয়ে অতিরিক্ত জেলা শাসক ( সাধারণ) অমিয় কুমার দাস  বলেন, বিভিন্ন মাধ্যমে যেটা দেখা গিয়েছে,সেই বিষয়ে কী ঘটনা ঘটেছে তা সাতদিনের মধ্যে বর্ধমান ১ নম্বর ব্লকের বিডিওকে জানাতে বলা হয়েছে। তবে এটা শোকজ নয়। চিঠি দিয়েই জানতে চাওয়া হয়েছে বলে তিনি জানান। বর্ধমান ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাকলী তা এই নিয়ে কিছু বলতে অস্বীকার করেন।
  • Link to this news (আজকাল)